রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২, ০৯:০৯:৪৬

আজান ও নামাজের সময় গান বাজালে শাস্তির ঘোষণা দিল সৌদি সরকার

আজান ও নামাজের সময় গান বাজালে শাস্তির ঘোষণা দিল সৌদি সরকার

ইসলাম ডেস্ক : এবার আজান ও নামাজের সময় গান বাজানো কিংবা গানের শব্দ বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব সরকার। একইসঙ্গে এই নির্দেশনা না মানলে সেটা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে, দোষীকে দেওয়া হবে অর্থদণ্ড। খবর গালফ নিউজ এর।

বলা হয়েছে, কেউ যদি নামাজের সময় গান বাজায়, তাহলে প্রথমবার তাকে এক হাজার সৌদি রিয়াল জরিমানা করা হবে। দোষী ব্যক্তি একই অপরাধ দ্বিতীয়বার করলে তাকে দ্বিগুণ জরিমানা দিতে হবে। সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সৌদ বিন নায়েফ পাবলিক ডেকোরাম রেগুলেশন সংশোধনের আহ্বান জানিয়ে একটি মন্ত্রী পর্যায়ের সিদ্ধান্ত জারি করার পরে নতুন জরিমানা চালু করা হয়।

শুধু উচ্চ শব্দ নয়, সৌদি আরবে মসজিদ বা সরকারি অফিসে শর্টস পরলে ২৫০ থেকে পাঁচ হাজার রিয়াল পর্যন্ত নতুন জরিমানার বিধান করা হয়েছে। এর আগে, পাবলিক ডেকোরাম রেগুলেশনে ১৯টি বিষয় অন্তর্ভূক্ত ছিল। তবে উচ্চ শব্দে গান বাজানোর কারণে জরিমানা করার মতো আরও একটি নতুন নিয়েম যুক্ত হলো।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে