ইসলাম ডেস্ক : ধর্মপ্রাণ মানুষের জন্য রহমত, মাগফেরাত ও নাজাত নিয়ে এসেছে মাহে রমজান। আর রমজানের প্রথম জুমায় ঢল নেমেছিল মুসল্লিদের।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদে গিয়ে দেখা যায়, ধর্মীয় ভাবগাম্ভীর্য্যের মধ্য দিয়ে জুমার নামাজে অংশ নিতে আসছেন মুসল্লিরা। আল্লাহর রহমত প্রত্যাশী নানা বয়সী মানুষ যেন স্রোতের গতিতে ছুটে এসেছিলেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদে। সময় গড়িয়ে নামাজের খুতবা শুরুর আগেই মুসল্লিদের ঢল নামে। মসজিদের সপ্তম তলার মূল ভবন, বারান্দা, যাতায়াতের পথ এমনকি মসজিদের বাইরেও মাদুর বিছিয়ে নামাজে অংশ নিতে দেখা যায় মুসল্লিদের।
খুতবা, নামাজ শেষে দীর্ঘ মোনাজাতে অংশ নেন মুসল্লিরা। ঈমাম ও খতিবদের বিশেষ মোনাজাতের সময় ছিল ‘আমিন আমিন ধ্বনি’ আর চোখের পানি ফেলে আল্লাহর কাছে গুনাহ মাফ চেয়ে কান্নায় ভেঙে পড়তেও দেখা যায় অনেক মুসল্লিকে।