মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২, ১২:০২:১১

লায়লাতুল কদরের নামাজ আদায় মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোতে

লায়লাতুল কদরের নামাজ আদায় মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোতে

ইসলাম ডেস্ক : কুয়েত সহ মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোতে শুরু হয়েছে সালাতুল কিয়াম (লায়লাতুল কদর) নামাজ। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে চলবে শেষ রমজান পর্যন্ত।

করোনার কারণে বিধিনিষেধ থাকায় গত দুই বছর নিজ বাসায় আদায় করলেও এই বছর পুনরায় জামাতে লায়লাতুল কদর আদায় করছে স্থানীয়  নাগরিক ও বিভিন্ন দেশের প্রবাসী ধর্মপ্রাণ মুসলমানেরা। 

মধ্যরাতে মসজিদে জামায়াতে ধর্মপ্রাণ মুসল্লীরা রাত জেগে সালাতিল কিয়াম নামাজ আদায় করে থাকেন এবং মহিলাদের জন্য রয়েছে আলাদা ব্যবস্থা। রমজানের শেষ দশকে  পবিত্র এই নামাজ আদায় করা হয়। মুসল্লিরা রাত জেগে কুরআন তেলওয়াত তাসবীহ পাঠ, জিকির ইবাদতের  মধ্য দিয়ে রাত কাটান। সময় নিয়ে দীর্ঘ কেরাত পাঠ করা হয় এই নামাজে এবং সবশেষে বিতীরের নামাজ আদায়ের  মধ্যদিয়ে  শেষ হয়।

 সালাতিল কিয়াম নামাজ আদায় করতে কুয়েতের সব মসজিদগুলোতে  রয়েছে সিসিটিভি ক্যামেরা,  অপ্রীতিকর ঘটনা এড়াতে  নিরাপত্তা বাহিনীর টহল ব্যবস্থা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে