বুধবার, ২০ জানুয়ারী, ২০১৬, ০৫:১১:০৯

‘সেদিন মুত্তাকীরা ছাড়া সবাই একে অন্যের শত্রু হয়ে যাবে’

‘সেদিন মুত্তাকীরা ছাড়া সবাই একে অন্যের শত্রু হয়ে যাবে’

ইসলাম ডেস্ক: মহান আল্লাহ তায়ালা মানুষ এবং জ্বীন জাতিকে শুধুমাত্র তাঁর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। সে কারণে ধর্মপ্রাণ মুসলমানেরা মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহ পাকের নির্দেশ মোতাবেক বিভিন্ন ইবাদত করে থাকেন।

প্রত্যেক মুসলমানই চেষ্ট করেন সবচেয়ে উত্তম আমল করে সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন করতে। এ প্রসঙ্গে আমাদের দীনের নবী হযরত মুহাম্মদ (সা.) বলেছেন, ‘নিশ্চয় আল্লাহর নিকট উত্তম আমল হলো, আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্য অন্যের সঙ্গে দুশমনি করা”।[আবু দাউদ, হাদিস: ৪৫৯৯] অপর একটি হাদিসে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

«مَنْ أَعْطَى لِلَّهِ، وَمَنَعَ لِلَّهِ، وَأَحَبَّ لِلَّهِ، وَأَبْغَضَ لِلَّهِ، وَأَنْكَحَ لِلَّهِ، فَقَدْ اسْتَكْمَلَ إِيمَانَهُ»
“যে আল্লাহর জন্য দান করে, আল্লাহর বারণ করে, আল্লাহর জন্য মহব্বত করে, আল্লাহর জন্য দুশমনি করে, আল্লাহর জন্য বিবাহ শাদী দেয়, তার ঈমান পরিপূর্ণ হয়ে যায়”।[তিরমিযি, হাদিস: ২৫২১]
তবে কিছু কিছু মানুষ ইবাদত করতে ভুলেও যায় কিংবা অলসতার কারণে ইবাদত করেন না। পার্থিব ও জাগতিক স্বার্থে যে সব বন্ধুত্ব বা মহব্বত হয়ে থাকে, তা আখিরাতে কোনো কাজে আসবে না। আল্লাহ তা‘আলা কুরআন করীমে বলেছেন,
﴿ ٱلۡأَخِلَّآءُ يَوۡمَئِذِۢ بَعۡضُهُمۡ لِبَعۡضٍ عَدُوٌّ إِلَّا ٱلۡمُتَّقِينَ ٦٧ ﴾ [الزخرف: ٦٧
“সেদিন বন্ধুরা একে অন্যের শত্রু হবে, মুত্তাকীরা ছাড়া”।[সূরা আয-যুখরুফ, আয়াত: ৬৭ ] আল্লাহ ও আল্লাহর রাসূলকে দুনিয়ার সব কিছু হতে অধিক ভালোবাসা। এমনকি আল্লাহ ও আল্লাহর রাসূলকে নিজের স্ত্রী, সন্তান, পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, ধন-সম্পদ এবং সমস্ত মানুষের চেয়ে অধিক ভালোবাসা। যার মধ্যে এ ধরনের ভালোবাসা পাওয়া যাবে সেই প্রকৃত ঈমানদার এবং সে ঈমানের সত্যিকার স্বাদ উপভোগ করতে পারবে।
২০ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪ ডটকম/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে