বিনোদন ডেস্ক : বাংলাদেশ ও কলকাতা, একসঙ্গে দুই দেশেরই সিনেমাপ্রেমীদের চোখের ঘুম কেড়ে নিয়েছেন নুসরাত ফারিয়া। সম্প্রতি প্রকাশিত হয়েছে ফারিয়া এবং ওম অভিনীত ‘হিরো ৪২০’ ছবির একটি গান। যা দুই বাংলাতেই বেশ সারা ফেলেছে। হুমড়ি খেয়ে পরছে দর্শক।
‘ওরে পিয়া’ শিরোনামের গানটির অসাধারণ নৈপুণ্যে দর্শক মহলে ব্যাপক হইচই পড়ে। এ গানটিতে একদমই নতুনরূপে হাজির হয়েছেন ফারিয়া। আবেদনময়ী এক প্রেমিকার ভূমিকায় তিনি দারুণ জমিয়ে তুলেছেন ওমের সঙ্গে নিজের পর্দা রসায়ন।
‘হিরো ৪২০’ ছবির মাধ্যমেই প্রথমবারের মতো জুটি বেঁধে কাজ করেছেন ওম-ফারিয়া। তবে ছবিটিতে একাই নায়িকা নন ফারিয়া। ওপার বাংলার অভিনেত্রী রিয়া সেনের সঙ্গে পর্দা ভাগ করে নিতে হচ্ছে তাকে। এতে এই তিন তারকা ছাড়াও আরও অভিনয় করেছেন বাংলাদেশের আহমেদ শরীফ এবং শিমুল খান।
সৈকত নাসিরের পরিচালনায় ভালোবাসা দিবসকে সামনে রেখে ফেব্রুয়ারি মাসেই মুক্তি পাবে ‘হিরো ৪২০’। শোবিজ অঙ্গনে ফারিয়াকে অনেকেই বলেন ‘লাকি গার্ল’। বিজ্ঞাপনচিত্রে গ্ল্যামারাস উপস্থিতি এবং উপস্থাপনায় ভিন্নধর্মী স্টাইলের কারণে সহজেই নজর কাড়তে সক্ষম হন তিনি। চলচ্চিত্রে তার আগমনও বেশ জাঁকজমকের সঙ্গে।
এদিকে এবার আর ওম কিংবা অঙ্কুশ নয় তার বিপরীতে। টলিউডের সুপারস্টার জিৎ থাকছেন তার সঙ্গে। ছবির নাম ‘বাদশা’। পরিচালনা করবেন বাবা যাদব। কলকাতার ‘গেম’ ও ‘বস’ ছবির নির্মাতা তিনি।
এদিকে জিতের বিপরীতে অভিনয় করছেন এমন খবরে বেশ উচ্ছ্বসিত ফারিয়া। তিনি বলেন, এটা আমার জন্য সত্যি ভালো একটি খবর। জিৎ কলকাতার সুপারস্টার। তার সঙ্গে কাজ করাটা সত্যি সৌভাগ্যের ব্যাপারই বটে।
২১ জানুয়ারি, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন