সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩, ১২:৪০:৩৫

সবচেয়ে বেশি এবং সবচেয়ে কম সময় রোজা রাখা দেশ

সবচেয়ে বেশি এবং সবচেয়ে কম সময় রোজা রাখা দেশ

ইসলাম ডেস্ক : চলছে রমজানের প্রস্তুতিমূলক মাস শাবান। এই মাস শেষ হলেই মহিমান্বিত মাস রমজান শুরু হবে। চাঁদ দেখার ওপর ভিত্তি করে যেমন রোজা শুরু বা শেষ হওয়ার তারিখ নির্ধারিত হয়, তেমনি সূর্যের উদয় বা অস্ত যাওয়ার ওপর নির্ভর করে রোজার সময়। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চলতি বছরের মার্চের ২৩ তারিখ এবং বাংলাদেশসহ আশপাশের দেশগুলোতে পরের দিন ২৪ তারিখ রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত মুসলমানরা তাদের দেশের ভৌগলিক অবস্থানের উপর নির্ভর করে কম বা বেশি সময় ধরে রোজা রাখেন। এবার রমজানে কোথাও রোজা পালন হবে ১১ ঘণ্টা আবার কোথাও ২০ ঘণ্টা।

সবচেয়ে বেশি সময় রোজা রাখবেন যারা: এবার সবচেয়ে বেশি সময় রোজা রাখতে হচ্ছে গ্রিনল্যান্ড, নরওয়ে, ফিনল্যান্ড বাসিন্দাদের। এসব দেশে বসবাসকারী মুসলমানেরা ২০ ঘণ্টা রোজা রাখবেন। সুইডেন, জার্মানির মুসলমানদের ১৯ ঘণ্টা রোজা রাখতে হবে। লন্ডন, বেলজিয়াম, সুইজারল্যান্ড, ডেনমার্ক, পোল্যান্ড ১৮ ঘণ্টা। আইসল্যান্ড ১৬ ঘণ্টা ৫০ মিনিটের মতো, পোল্যান্ড ১৫ ঘণ্টা, ব্রিটেন ও ফ্রান্স ১৫ ঘণ্টা ২০ মিনিটের মতো এবং পর্তুগালে ১৬ ঘণ্টা।

সবচেয়ে কম সময় রোজা রাখা দেশগুলো: অন্যদিকে, দক্ষিণ গোলার্ধের দেশগুলোতে রোজার সময়কাল কম হবে। নিউজিল্যান্ড, আর্জেন্টিনা এবং দক্ষিণ আফ্রিকার মুসলমানদের গড়ে মাত্র ১১ থেকে ১২ ঘণ্টা রোজা রাখতে হবে। দক্ষিণ আফ্রিকা (জোহানসবার্গ), ব্রাজিলের মুসলমানদের ১১ ঘণ্টা, আর্জেন্টিনা ১১ ঘণ্টা ২০ মিনিটের মতো, নিউজিল্যান্ড ও প্যারাগুয়ের মুসলমানদের প্রায় ১২ ঘণ্টা রোজা রাখতে হবে।

মধ্যপ্রাচ্য, বাংলাদেশসহ আশপাশের দেশে: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে প্রতিদিন সাড়ে ১৩ ঘণ্টা থেকে ১৫ ঘণ্টা রোজা রাখতে হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে