ইসলাম ডেস্ক : রমজানের রোজার পালনের জন্য নিয়ত করা ফরজ। নিয়ত অর্থ ইচ্ছা বা সংকল্প করা। মনে মনে এ সংকল্প করা যে, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালের রোজা রাখছি। এ কথাগুলো মুখে বলা জরুরি নয়। (বুখারি ১/২, বাদায়েউস সানায়ে ২/২২৬)
রোজার নিয়ত কখন করবেন?
‘সেহরি খাওয়ার পর রাতেই ফরজ রোজার নিয়ত করা উত্তম।’ (আবু দাউদ ১/৩৩৩, বাদায়েউস সানায়ে ২/২২৯)
যদি কেউ রাতে নিয়ত করতে না পারে তবে দিনে সূর্য (পশ্চিম আকাশে) ঢলার প্রায় এক ঘণ্টা আগে নিয়ত করলেও রোজা হয়ে যাবে। (বুখারি ২০০৭, বাদায়েউস সানায়ে ২/২২৯)
‘রাতে রোজার নিয়ত করলেও সুবহে সাদিক পর্যন্ত পানাহার ও স্ত্রী-মিলনের অবকাশ থাকে। এতে নিয়তের কোনো ক্ষতি হবে না।’ (সুরা বাকারা : ১৮৭)
নিয়তের সময় শুরু হয় পূর্বের দিনের সূর্যাস্তের পর থেকে। যেমন, মঙ্গলবারের রোজার নিয়ত সোমবার দিবাগত রাত তথা সূর্যাস্তের পর থেকে করা যায়। সোমবার সূর্যাস্তের পূর্বে মঙ্গলবারের রোজার নিয়ত করা যথেষ্ট নয়। কেননা, হাদিস শরিফে রাতে নিয়ত করার কথা বলা হয়েছে। (আল মুহিতুল বোরহানি ৩/৩৪৩, রদ্দুল মুহতার ২/৩৭৭)