ইসলাম ডেস্ক : রমজান মাসের প্রথম ১০ দিনে পবিত্র মসজিদে নববিতে এক কোটির বেশি মুসল্লি ও দর্শনার্থী এসেছেন। এই সময়ে পবিত্র রওজা শরিফে এসেছেন ছয় লাখ ৭৫ হাজার ৯৮৩ জন।
সৌদি গেজেট জানায়, রমজানের প্রতিদিন মসজিদুল হারাম ও মসজিদে নববিতে ইফতার দেওয়া হয়। রমজানের প্রথম ১০ দিনে মসজিদে নববিতে ২৩ লাখের মতো ইফতার সামগ্রী এবং ১০ লাখ জমজম পানির বোতল বিতরণ করা হয়েছে।
পবিত্র রওজা শরিফ জিয়ারত করছেন বিপুল পরিমাণ মুসল্লি। বিপুল সমাগম নিয়ন্ত্রণ করতে নারী ও পুরষদের জন্য পৃথক সময়সূচী করা হয়েছে। রমজান মাসের শুরু থেকে ১৯তম দিন পর্যন্ত সবার জন্য তা উন্মুক্ত থাকবে।
এসব দিনে পুরুষরা রাত আড়াইটা থেকে ফজর নামাজ পর্যন্ত এবং সকাল সাড়ে ১১টা থেকে এশার নামাজ পর্যন্ত রওজা শরিফ জিয়ারত করতে পারবে। আর নারীরা ফজরের নামাজের পর থেকে সকাল ১১টা পর্যন্ত এবং রাত ১১টা থেকে দুপুর দুইটা পর্যন্ত জিয়ারত করতে পারবে। সূত্র : সৌদি গেজেট