শনিবার, ৩০ জানুয়ারী, ২০১৬, ১১:৫৭:৪৯

৭ মাসে হাফেজা কিশোরী আল-কোরআনের শিক্ষক ও গবেষক হতে চান

৭ মাসে হাফেজা কিশোরী আল-কোরআনের শিক্ষক ও গবেষক হতে চান

ইসলাম ডেস্ক : ১২ বছর বয়সী এক কিশোরী মাত্র ৭ মাসে সম্পূর্ণ পবিত্র কোরআন হেফজ করে সবাইকে বিস্মিত করে দিয়েছেন। হাদিল সাইয়্যিদ আল সিদাভি নামের ওই কিশোরীর জর্ডানের নাগরিক। তার এমন কীর্তি নিয়ে ইতিমধ্যে দেশটির পত্রিকায় প্রকাশিত হচ্ছে নানা প্রতিবেদন।

জর্ডানের আল রামসা শহরের আবিদাজানা নামক একটি মাদরাসার ছাত্রী হাদিল সাইয়্যিদ। সে নিজের দৃঢ় চেষ্টা ও কঠোর অধ্যবসায় মাত্র ৭ মাসে সম্পূর্ণ কোরআন হেফজ করতে সক্ষম হন।

হাদিল বলেন, আমি আসলে জানি না, কীভাবে কী হয়েছে। শুধু এতটুকু বলতে পারি, আমি ক্লান্ত হইনি। কোরআন মুখস্থ করতে পেড়ে আনন্দিত আমি।

জর্ডানের এ কিশোরী ভবিষ্যতে কোরআনের শিক্ষক ও গবেষক হতে চান। এ জন্য তিনি সবার কাছে দোয়া এবং মহান আল্লাহর কাছে রহমত কামনা করেছেন।

উল্লেখ্য, এর আগে জর্ডানে ৮ বছরের নুর আবুল লাইল নামের এক কিশোর কোরআন হেফজ করে সর্বকনিষ্ঠ হাফেজের খ্যাতি অর্জন করেছেন। এবার হাদিলের বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা অফিস খুব দ্রুতই সিদ্ধান্ত নিবে বলে জানিয়েছে দেশটির এক শিক্ষা কর্মকর্তা।
৩০ জানুয়ারি ২০১৬ এমটিনিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে