রবিবার, ৩১ জানুয়ারী, ২০১৬, ১০:৪৫:৫০

বিশ্বে মুসলিম নারীদের পোষাক হিজাবের কদর বাড়ছে

বিশ্বে মুসলিম নারীদের পোষাক হিজাবের কদর বাড়ছে

ইসলাম ডেস্ক : ১৯২৩ সালে প্রতিষ্ঠাকালীন সময়ে  তুরস্ক একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ছিল। সেসময় থেকে বিংশ শতাব্দীর অধিকাংশ সময় তুরস্কের সকল বিশ্ববিদ্যালয় ও কর্মক্ষেত্রে তুর্কি মেয়েদের মাথায় কাপড় দেওয়া নিষিদ্ধ করা হয়েছিল।

বর্তমান ক্ষমতাসীন দল একে পার্টির সময়ে মুসলিম মধ্যবিত্ত আত্মবিশ্বাসী মেয়েদের উত্থান হয়, যারা নিজেদেরকে তাদের সমাজের সাথে এবং সেক্যুলারিস্টদের সাথেও মানিয়ে নিতে সক্ষম হন।

ইস্তাম্বুলের একটি মাসিক ফ্যাশন ম্যাগাজিন ‘আলা’ পত্রিকার সম্পাদক হুলিয়া আসলান মনে করেন, ‘ফ্যাশন এবং ইসলাম একসাথে চলতে পারে, এখন রক্ষণশীল মেয়েরা হিজাবের সাথে রং ও স্টাইলের সমন্নয়ে রুচিসম্মত পোশাক পরতে চায়।’

‘ঢেকে রাখাকে’ একসময় তুরস্কের স্থানীয় ভাষায় ‘পারদেসুস’ বা সমস্ত শরীর ঢেকে রাখা বুঝাত, কিন্তু বর্তমানে পোশাক ডিজাইনাররা হিজাবের সাথে সমন্নয় করে বিভিন্ন রকমের জাঁকজমকপূর্ণ পোশাক প্রস্তুত করছেন- যা মুসলিম নারীরা খুব ভালোভাবেই গ্রহণ করছে।

হিজাবি পোশাকের দোকান ‘ই-তেসেত্তুরের’ উদ্যোক্তা তাহা ইয়াসিন বলেন, ‘নব্বইয়ের দশকে সবাই ‘পারদেসুস’ অথবা কালো বোরকা পরত। যা দেখতে প্রায় একই রকম এবং খুব বিশ্রি দেখাত। বেশিরভাগ নারীই চাইত তাদের হিজাব একটু ফ্যাশনেবল হোক।’

কিন্তু সবাই এ মতের সাথে একমত নন, তারা মনে করেন এটা অনেকটা হিজাবের বাণিজ্যিকীকরণ।

যেমনটা মনে করেন তুরস্কের রক্ষণশীল পত্রিকা ‘হাকসজের’ সাংবাদিক বুশরা বুলুত। তিনি মনে করেন, ‘আলা পত্রিকা ও ফ্যাশন শিল্প ধর্মীয় বিশ্বাসকে ভোগবাদের বিষয় হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে।’

বুশরা বুলুত আরো বলেন, ‘তারা বলছে যে তারা নারীদের ঢেকে রাখার বিকল্প পোশাক তৈরি করছে, বলা হোক সেটা ম্যাগাজিন অথবা অন্য কোনো মাধ্যমে। কিন্তু এখানে এমন শত শত ব্রান্ড রয়েছে যেগুলোকে এখন আমি বলতে পারি না যে সেসব আমি পরতে পারবো অথবা এগুলো কোনো ইসলামিক পোশাক। কোনো নারীকে কেন শুধুমাত্র নিজেকে অপরের কাছে আকর্ষণীয় দেখানোর উদ্দেশ্যে পোশাক পরতে হবে?  এটা অনেক গুরুত্বপুর্ণ একটি প্রশ্ন। কেন তাকে পোশাকের মাধ্যমেই নিজেকে পরিচিত করাতে হবে? এটাকে এত গুরুত্ব দিতে হবে কেন?’
সূত্র: আলজাজিরা
৩১ জানুয়ারি ২০১৬ এমটিনিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে