সোমবার, ০১ ফেব্রুয়ারী, ২০১৬, ০৫:২৫:৪৪

যে ব্যক্তি এই কাজটি করবে সে সঙ্গে সঙ্গে জালিমে পরিণত হবে

যে ব্যক্তি এই কাজটি করবে সে সঙ্গে সঙ্গে জালিমে পরিণত হবে

ইসলাম ডেস্ক: ইসলাম ধর্মে পাপে জড়ানোর রাস্তা অনেক কম। বরং পাপ থেকে মুক্তি পাওয়ার রাস্তাই অনেক বেশি। তবে এমন কিছু কাজ রয়েছে যা কোন ব্যক্তি যদি করে, তাহলে সে সঙ্গে সঙ্গে জালিমে পরিণত হবে। অর্থ্যাৎ ওই ব্যক্তির নাম মুসলমানের খাতা থেকে উঠে যাবে। সেই কাজটি হলো ‘শিরক’ করা।

আরবী শিরক শব্দের অর্থ অংশী স্থাপন করা। পারিভাষিক অর্থে শিরক বলা হয়- কোনো ব্যক্তি বা বস্তুকে আল্লাহর সমকক্ষ মনে করা বা তাঁর ইবাদাতে অন্য কাউকে শরীক করা। এ প্রসঙ্গে মহান আল্লাহ তায়ালা বলেন:

وَلَا تَدۡعُ مِن دُونِ ٱللَّهِ مَا لَا يَنفَعُكَ وَلَا يَضُرُّكَۖ فَإِن فَعَلۡتَ فَإِنَّكَ إِذٗا مِّنَ ٱلظَّٰلِمِينَ

“(হে মুহাম্মাদ) আপনি আল্লাহ ব্যতীত এমন কোনো কিছুর নিকট প্রার্থনা করবেন না, যা আপনার কোনো প্রকার ভালো বা মন্দ করার ক্ষমতা রাখে না। কাজেই হে নবী! আপনি যদি এমন কাজ করেন, তাহলে আপনিও জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন।” (সূরা ইউনুস ১০:১০৬)।

বড় শিরকের সংখ্যা নির্ধারিত নেই। তবুও মুসলমানভাই বোনদের জন্য নিচে শিরকের কয়েকটি ধারণা দেয়া হলো।
১. আল্লাহর পরিবর্তে অন্যের কাছে সাহায্য চাইলে তা শিরক হবে।
২. আল্লাহ ছাড়া অন্যের সন্তুষ্টির জন্য পশু যবেহ করলে তা শিরক হবে।
৩. কবরবাসীর সন্তুষ্টির জন্য কবরের চারপাশে তাওয়াফ করা শিরক।
৫. বিপদে-আপদে আল্লাহ ছাড়া অন্যের অন্যের উপর ভরসা করা শিরক।
১ ফেব্রুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে