সোমবার, ০৮ ফেব্রুয়ারী, ২০১৬, ০৩:৫৫:৫৪

কুড়িয়ে পাওয়া সম্পদ কী করবেন?

কুড়িয়ে পাওয়া সম্পদ কী করবেন?

ইসলাম ডেস্ক: আমরা চলার পথে অনেক সময় রাস্তায়-ঘাটে অনেক কিছুই পড়ে থাকতে দেখি। সেই সকল বস্তু আমরা অধিকাংশ সময়ই কুড়িয়ে পকেটে রেখে দেই বা বাড়িতে নিয়ে যায়। কিন্তু আপনি জানেন কি, কুড়িয়ে পেলেই আপনি সেই সম্পদের মালিক হয়ে যাবেন না।

এ সম্পর্কে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) বলেন, 'তোমাদের কেউ যখন কোনো কুড়িয়ে পাওয়া বস্তু কুড়িয়ে নেয় সে যেন তার ওপর দুইজন ন্যায়পরায়ণ সাক্ষী রাখে, তারপর সে যেন তা গোপন না করে, পরিবর্তন-পরিবর্ধন না করে, তারপর যদি তার মালিক আসে, তবে সে সেটার অধিকারী, আর যদি না আসে, তবে সেটা আল্লাহর সম্পদ, তিনি যাকে ইচ্ছা তা দান করেন।' (ইবনে হিব্বান : ৪৮৯৪)।

অন্য হাদিসে রাসুলুল্লাহ (সা.) আরও বলেন, 'যে কেউ কোনো পথহারা প্রাণীকে আশ্রয় দেবে, সে নিজেই ভ্রষ্ট লোক বলে বিবেচিত হবে, যতক্ষণ না সে তা প্রচার করে দেয়।' (মুসলিম : ১৭২৫)।

ইসলামী শরিয়তের পরিভাষায়- 'কুড়ানো বস্তু' বলতে বোঝায়, এমন সম্পত্তি যা তার মালিক থেকে পড়ে গেছে, আর অন্য কেউ তা কুড়িয়ে নিয়েছে। অথবা এমন বস্তু যা কোনো ব্যক্তি পড়ে থাকতে দেখে কুড়িয়ে নিয়েছে এবং আমানত হিসেবে গ্রহণ করেছে। (ফাতহুল কাদির)।
০৮ ফেব্রুয়ারী ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে