রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:৪৯:৪৩

তায়াম্মুম করার সঠিক নিয়ম

তায়াম্মুম করার সঠিক নিয়ম

ইসলাম ডেস্ক: যেখানে পানি নেই সেখানে তায়াম্মুম করে নামাজ আদায় করতে হয়। এ জন্য প্রত্যেক মুসলমানকে তায়াম্মুম করার সঠিক নিয়মটি জেনে রাখা উচিত। কারণ প্রত্যেকের জীবনেই এমন এক মুহুর্ত আসতে পারে যেখানে পানি পাওয়া যাচ্ছে না বা পানি অনেক দূরে। কিন্তু আপনাকেতো ওজু করে নামাজ আদায় করতেই হবে। তাই নিচের বিবরণ থেকে জেনে নিন তায়াম্মুম করার সঠিক নিয়ম।

তায়াম্মুম করার নিয়ম:
প্রথমে নিয়ত করতে হবে। নিয়তটা অন্তরের সঙ্গে সম্পৃক্ত। মানে পবিত্রতা বা তাহারতের যে সংকল্প সেটা অন্তরের মধ্যে করাই নিয়ত।

যদি পবিত্র মাটি বা ধুলা থাকে, তাহলে তাতে দুই হাত রাখতে হবে। এরপর হাত ঝেড়ে নিতে হবে। এরপর মুখমণ্ড মাছেহ করতে হবে।

এরপর ডান হাত দিয়ে বাম হাতের কবজি পর্যন্ত আর বাম হাত দিয়ে ডান হাতের কবজি পর্যন্ত মাসেহ করতে হবে। এবং এটাই হচ্ছে মূলত তায়াম্মুমের রুকন।
১৪ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে