ইসলাম ডেস্ক: প্রায় প্রত্যেক মুসলমানই কারো সঙ্গে সাক্ষাত শেষে বিদায় বেলায় মুসাফাহা করে থাকেন। কিন্তু এবারে ইসলামের সঠিক ব্যাখ্যা আপনি জানেন কি? অনেককেই বলে থাকেন এটা ঠিক কাজ নয়। কেননা তা প্রমাণিত নয়। কথাটি কতটুকু সত্য? চলুন জেনে নিই-
বিদায়ের সময় মুসাফাহা করা হাদীস দ্বারা প্রমাণিত। কাযাআ (রাহ.) বলেন, আমি আবদুল্লাহ ইবনে ওমর (রা.) এর নিকট ছিলাম। যখন সেখান থেকে ফিরে আসবো তখন তিনি আমাকে বললেন, থামো, আমি তোমাকে এভাবে বিদায় দেবো যেভাবে রাসূল (সা.) আমাকে বিদায় দিয়েছেন। তখন তিনি আমার হাত ধরে মুসাফাহা করলেন (আসসুনানুল কুবরা, নাসায়ী, হাদীস : ১০৩৪৭)
আর হাকীমুল উম্মত থানভী (রাহ.) এর প্রমাণ হিসেবে নিম্নোক্ত হাদীসটিও উল্লেখ করেছেন। আবদুল্লাহ ইবনে ওমর (রা.) বলেন, রাসূল (সা.) যখন কাউকে বিদায় দিতেন তখন তার হাত ধরতেন। অতপর ঐ ব্যক্তি হাত টেনে না নেওয়া পর্যন্ত তিনি তার হাত ছাড়তেন না। সূত্র:-(জামে তিরমিযী, হাদীস : ৩৪৪২)
১৯ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম