রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৬, ০৯:২৬:৩৬

সন্তান ছেলে হবে না মেয়ে হবে, কি বলে ইসলাম?

সন্তান ছেলে হবে না মেয়ে হবে, কি বলে ইসলাম?

ইসলাম ডেস্ক : আমাদের সমাজে অসংখ্য খারাপ ধারণা রয়েছে। তার মধ্যে একটি হলো- মেয়ে সন্তান জন্ম নিলে তার মায়ের ওপর দোষারোপ করা হয়। এমনকি অত্যাচারের এবং সংসার ভাঙ্গর ঘটনাও ঘটেছে। কিন্তু এক্ষেত্রে ইসলাম কি বলে? এবার আমরা জানব সন্তান ছেলে অথবা মেয়ে হওয়ার বিষয়ে কোরআন ও হাদিস যা বলে-

আল্লাহ যাকে চান তাকেই নির্দিষ্ট লিঙ্গের সন্তান দান করেন। কাউকে আবার নি:সন্তান করে রাখেন। সুতরাং নি:সন্তানদের তুলনায় কন্যা সন্তানের অভিভাবকগণ যে কতো অকল্পনীয় মর্যাদার অধিকারী এবং কন্যা সন্তানও যে সর্বশ্রেষ্ঠ সন্তান হতে পারে সে সম্পর্কে আল্লাহ তায়ালা বলেনঃ “আসমানসমূহ ও যমীনের রাজত্ব আল্লাহরই। তিনি যা চান সৃষ্টি করেন। তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন এবং যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন। অথবা তাদেরকে পুত্র ও কন্যা উভয়ই দান করেন এবং যাকে ইচ্ছা বন্ধ্যা করেন। তিনি তো সর্বজ্ঞ, সর্বশক্তিমান।” (সুরা শু’রা: আয়াত ৪৯, ৫০)

কুরআনের পাশাপাশি হাদীসের মাঝেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কন্যা সন্তানদেরকে খুবই সম্মান ও মর্যাদার উপলক্ষ্য হিসেবে ঘোষণা করেছেন।

হযরত ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে, নবী করীম (সাঃ) বলেছেন, “কোন ব্যক্তির কন্যা সন্তান জন্মলাভের পর সে যেন তাকে জাহেলিয়াতের যুগের ন্যায় জীবিত কবর না দেয় এবং তাপকে তুচ্ছ মনে না করে। আর পুত্র সন্তানকে উক্ত কন্যা সন্তানের উপর প্রাধান্য না দেয়। তাহলে আল্লাহ তায়ালা তাকে জান্নাত দিবেন (আবু দাউদ)।” সুবহানাল্লাহ!
২১ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে