রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫, ১১:৫২:২২

ইসলাম নিয়ে তাচ্ছিল্যকারীদের বিরুদ্ধে জিহাদের ডাক দিলেন আজহারী

ইসলাম নিয়ে তাচ্ছিল্যকারীদের বিরুদ্ধে জিহাদের ডাক দিলেন আজহারী

ইসলাম ডেস্ক : লালমনিরহাটে এক বিশাল ইসলামিক মাহফিলে বক্তব্য দিয়েছেন মিজানুর রহমান আজহারী। এতে জড়ো হয়েছিল লাখ লাখ মুসলিম।

তিনি তীব্র ভাষায় বলেন, “ইসলাম ধর্ম নিয়ে যারা তুচ্ছ তাচ্ছিল্য করে তাদের বিরুদ্ধে আমাদের জিহাদ করতে হবে।”

যারা আমাদের ভূখণ্ড থেকে আমাদেরকে বিতাড়িত করতে চায়, তারা আমাদের শত্রু। আমাদের ধর্ম এবং সংস্কৃতি নিয়ে যারা অবমাননা করবে, তাদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ থাকবে।” তিনি বলেন কিছু দুষ্ট লোক এদেশের মানুষের মধ্যে ফাটল ধরাতে চায়। কিন্তু সবাই একত্র থাকলে এই ষড়যন্ত্র সফল হবে না।

আওয়ামী লীগ সরকারের রোসানলে পড়ে প্রায় পাঁচ বছর দেশের বাইরে থাকতে হয়েছে জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী কে। ৫ ই আগস্ট শেখ হাসিনার পতনের পর অবশেষেমিজানুর রহমান আজহারী গত ২৬ ডিসেম্বর দেশে ফিরে আসেন।এরপর মিজানুর রহমান আজহারী একের পর এক জেলাভিত্তিক মাহফিলে অংশ নিচ্ছেন।

এই ইসলামিক বক্তা ও গবেষক বলেন , এই জাতি গোষ্ঠীর মধ্য সম্প্রীতির বন্ধন অনেক পুরনো।মাঝেমধ্যে এই বন্ধনে ফাটল ধরতে চায় একটা গোষ্ঠী। আমরা যে সুখে আছি সেটা অনেকের ভালো লাগেনা। তিনি বলেন যে সমস্ত অমুসলিম আমাদের ভূখণ্ড থেকে আমাদেরকে তাড়িয়ে দিতে চায় আমাদের ধর্মনের তুচ্ছ তাচ্ছিল্য করে তারা আমাদের শত্রু।

মাহফিলেমিজানুর রহমান আজহারী শান্তিপূর্ণ সহাবস্থান এবং সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “যারা আমাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরাতে চায়, তারা রাজনৈতিক উদ্দেশ্যে এসব করছে।”

তিনি সবাইকে সাবধান থাকার পরামর্শ দেন, বিশেষ করে দুর্বৃত্তদের বিরুদ্ধে। “দুর্বৃত্তদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হলে তাদের কালো হাত ভাঙতে এক ঘণ্টাও সময় লাগবে না,” বলে সতর্ক করেন এই জনপ্রিয় ইসলামিক বক্তা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে