রবিবার, ১২ জুন, ২০১৬, ০৪:৫৪:২১

রোজা অবস্থায় রক্ত দিলে কি রোজা নষ্ট হয়ে যাবে?

রোজা অবস্থায় রক্ত দিলে কি রোজা নষ্ট হয়ে যাবে?

ইসলাম ডেস্ক : রোজা অবস্থায় কাউকে রক্ত দেয়া যাবে কিনা এই বিষয়ে অনেকর অনেক ধরনের ধারণা রয়েছে। এই বিষয়ে সঠিক তথ্যটি হলো। রোজা রাখা অবস্থায় রক্ত দিলে রোজা নষ্ট হবে না। পরীক্ষা করানোর জন্য রক্ত দেয়া যাবে।

না, রোজা অবস্থায় রক্ত দিলে রোজা ভাঙ্গে না। তাই টেস্ট বা পরীক্ষার জন্য রক্ত দেয়া যাবে। তবে এ পরিমাণ রক্ত দেয়া মাকরুহ যার কারণে শরীর অধিক দুর্বল হয়ে পড়ে এবং রোজা রাখা কষ্টকর হয়ে যাবে। তাই দুর্বল লোকদের জন্য রোজা অবস্থায় অন্য রোগীকে রক্ত দেয়া ঠিক নয়। আর এমন সবল ব্যক্তি যে রোজা অবস্থায় অন্যকে রক্ত দিলে রোজা রাখা তার জন্য কষ্টকর হবে না সে রক্ত দিতে পারবে। এতে কোন অসুবিধা নেই।

[সহীহ বুখারী, হাদীস ১৯৩৬, ১৯৪০, আলবাহরুর রায়েক ২/২৭৩; কিতাবুল আসল ২/১৬৮; মাজমাউল আনহুর ১/৩৬০]

গ্রন্থনা ও সম্পাদনা : মাওলানা মিরাজ রহমান
১২ জুন, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে