রবিবার, ২৬ জুন, ২০১৬, ১০:২৩:৪৭

আলহামদুলিল্লাহ, যুক্তরাষ্ট্রে মসজিদে ২০ লক্ষাধিক রোজাদারের ইফতার

আলহামদুলিল্লাহ, যুক্তরাষ্ট্রে মসজিদে ২০ লক্ষাধিক রোজাদারের ইফতার

ইসলাম ডেস্ক : আলহামদুলিল্লাহ, ২০ লক্ষাধিক রোজাদার ইফতার করছেন যুক্তরাষ্ট্রের দুই হাজার মসজিদে।  এর ফলে প্রতিদিন সন্ধ্যায় মসজিদ সংলগ্ন এলাকাগুলো ধর্মপ্রাণ মুসলমানদের পদচারণায় মুখরিত থাকে।  প্রতিটি মসজিদের আশপাশেই নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হয়েছে।

খবর : এনআরবি নিউজ

মুসলিম-আমেরিকানদের অধিকার ও মর্যাদা নিয়ে কর্মরত স্বেচ্ছাসেবী সংগঠন ‘কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন্স’ (কেয়ার), মুসলিম আমেরিকান সোসাইটি, ইলামিক সোসাইটি অব নর্থ আমেরিকার বরাত দিয়ে এনআরবি নিউজে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে ছোট বড় সব মিলিয়ে ২৬০০ মসজিদ রয়েছে।  

এর মধ্যে অন্তত দুই হাজার মসজিদেই প্রতিদিন মুসল্লিদের মধ্যে ইফতার পরিবেশন করা হচ্ছে।  এসব মসজিদে তারাবিহ'র নামাজও অনুষ্ঠিত হয়।

নিউইয়র্ক, নিউজার্সি, কানেকটিকাট, পেনসিলভেনিয়া, ভার্জিনিয়া, মেরিল্যান্ড, ফ্লোরিডা, মিশিগান, ক্যালিফোর্নিয়া, টেক্সাস প্রভৃতি রাজ্যের কোনো কোনো মসজিদে ৫ হাজারের অধিক মুসল্লির সমাগম ঘটে ইফতারের সময়।

প্রতিটি মসজিদে গড়ে এক হাজার করে রোজাদারকে ইফতার পরিবেশন করা হলেও কমপক্ষে ২০ লাখ রোজাদার তা পাচ্ছেন।  এসব স্থানের ভিনদেশী ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত রোজাদারদেরও ইফতারের জন্য কর্মবিরতি দেয়া হচ্ছে।

নিউইয়র্ক সিটির জ্যামাইকা, ব্রুকলিন, ব্রঙ্কস এবং ম্যানহাটানের দেড় ডজন মসজিদে সবচেয়ে বেশি রোজাদার সমবেত হন ইফতারের জন্য।

ইফতারের প্রাক্কালে সবাই বিশেষ মোনাজাতে মিলিত হয়ে মুসলিম উম্মাহর সমৃদ্ধি কামনা করছেন।  ধর্মপ্রাণ কোনো মানুষই নির্বিচার হত্যাযজ্ঞে বিশ্বাসী নয়, তাই গুটিকতক ব্যক্তির অপকর্মের দায় অযথা মুসলমানদের ওপর না চাপানোর জন্যও মার্কিন প্রশাসনের সদয় দৃষ্টি আকর্ষণ করা হয়।

মসজিদ ছাড়াও বাংলাদেশি-আমেরিকানদের প্রায় প্রতিটি সামাজিক-সাংস্কৃতিক, পেশাজীবী ও আঞ্চলিক সংগঠনের উদ্যোগেও ইফতার মাহফিল হচ্ছে।  

রমজান মাস ঘিরে গোটা কম্যুনিটি ভিন্ন এক আমেজে আবর্তিত হচ্ছে।  বাংলাদেশি রেস্টুরেন্টগুলোর পাশাপাশি দক্ষিণ এশিয়ান ও মধ্য প্রাচ্যের মুসলমানদের মালিকানাধীন রেস্টুরেন্টেও ইফতার তৈরি হচ্ছে।
২৬ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে