সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:৫৩:০৭

সামর্থ্য থাকা সত্ত্বেও হজ না করার পরিণতি

সামর্থ্য থাকা সত্ত্বেও হজ না করার পরিণতি

ইসলাম ডেস্ক: ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে হজ একটি। প্রত্যেক সামর্থবান মুসলমানের ওপর একবার হজ পালন করা ফরজ ইবাদত। ইসলামে এই বিধানের গুরুত্ব অপরিসীম। সামর্থ্য থাকা সত্ত্বে হজ না করা ইসলামের দৃষ্টিতে কবিরা গুনাহ।

মহান আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে বলেন,

وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا وَمَنْ كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ عَنِ الْعَالَمِينَ ﴿97﴾ آل عمران: 97

‘আর এ ঘরের হজ্জ করা সে সকল মানুষের জন্য অবশ্য কর্তব্য যারা সেথায় যাওয়ার সামর্থ্য রাখে । আর যে প্রত্যাখ্যান করবে সে জেনে রাখুক আল্লাহ সারা বিশ্বের কোন কিছুরই মখোপেক্ষী নয়। (আল-ইমরান : ৯৭)

প্রত্যেক সামর্থবান মুসলিমের উচিত সামর্থ ও শক্তি থাকা অবস্থায় পবিত্র হজ পালন করা এবং এমন একটি কবিরা গুনাহ থেকে বেচে থাকা।
২৮ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে