নিউজ ডেস্ক: রোদের মধ্যে ক্রিকেট খেলায় স্কুলপড়ুয়া সন্তানকে পিটিয়ে হত্যা করেছে মা। আঁতকে ওঠার মত খবরই বটে, কিন্তু একদম বাস্তব ঘটনা। তাও আবার ঘটেছে বাংলাদেশেই। শনিবার (১৫ এপ্রিল) জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা।
নিহত কিশোর, ১৩ বছর বয়সী ইশা সরকার ছিল সূর্যনগর পশ্চিমপাড়া গ্রামের মশিউর রহমান মজনুর ছেলে। সে সূর্যনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেণীতে পড়ত।
নিহতের মা আনজুম আরা বেগমকে ঘটনার কিছুক্ষণের মধ্যেই, বিকাল পাঁচটার দিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গেছে, মায়ের নিষেধ অমান্য করে রোদের মধ্যে সারাদিন বন্ধুদের সাথে ক্রিকেট খেলে ইশা। বিকেলবেলা যখন সে বাড়ি ফেরে, তার মা প্রচন্ড রেগে ছিল, এবং হিতাহিতজ্ঞানশূন্য হয়ে ইশার হাত থেকে ক্রিকেট ব্যাট ছিনিয়ে নেয়, এবং সেটা দিয়েই বাড়ি মেরে বসে ইশার মাথায়।
ব্যাটের বাড়ি লেগে ইশার মাথায় মারাত্মক জখম হয়, এবং তাকে তাড়াতাড়ি বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসা শুরুর আগেই কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
অভিযুক্ত আনজুম আরা বেগম পেশায় একজন শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষিকা। তাকে শনিবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হলে, ম্যাজিস্ট্রেট তাকে কোর্টে প্রেরণের নির্দেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন আদালত পরিদর্শক আবদুল কাদের মিয়া।
১৬ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস