রবিবার, ২১ জুলাই, ২০১৯, ০৫:৪৪:২৬

জামালপুরে প্রিয়া সাহার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলাও খারিজ

জামালপুরে প্রিয়া সাহার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলাও খারিজ

জামালপুর থেকে : বাংলাদেশের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে সংখ্যালঘু নির্যাতন ও গুম করা নিয়ে মিথ্যা অভিযোগ করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগ এনে প্রিয়া সাহার বিরুদ্ধে জামালপুর সদর আমলি আদালতে দায়ের করা মামলাটি খারিজ হয়ে গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জামালপুরের আইনজীবী মো. রাশেদুল ইসলাম খোকন বাদী হয়ে আজ রবিবার সকালে জামালপুর মুখ্য বিচারিক হাকিম আদালতের জামালপুর সদর আমলি আদালতে প্রিয়া সাহার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে মামলাটি দায়ের করেন। 

পরে ওই আদালতের বিচারক জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. সোলায়মান কবীর বাদীর আবেদন আমলে না নিয়ে মামলাটি খারিজের আদেশ দেন। পরে আইনজীবী মো. রাশেদুল ইসলাম খোকন সাংবাদিকদের কাছে আদালত কর্তৃক মামলাটি খারিজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ঢাকার আদালতে করা ঢাকা বারের কার্যনির্বাহী সদস্য ইব্রাহীম খলিলের মামলাটিও খারিজ করে দিয়েছেন আদালত। 

ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান নোমানের আদালতে দণ্ডবিধি ১২৪ (ক) ধারায় ইব্রাহীম খলিল মামলাটি করেন। তিনি পেনাল কোডের ১২৪ (এ) ধারা অনুযায়ী প্রিয়া সাহার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন।

আদালত বাদির জবানবন্দি গ্রহণ করে আদেশ পরে দেবেন বলে জানান। বিকেলের দিকে এ মামলাটিও খারিজ করে দেন আদালত। এর আগে একই অভিযোগে করা ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের মামলাটি খারিজ করে দেন আদালত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে