জামালপুর: জমির বিরো'ধ না মি'টিয়ে বড় ভাইয়ের দা'ফনে বা'ধা দেওয়ার কথা শুনেই স্ট্রো'ক করে মা'রা গেছেন ছোট ভাই চান মোল্লা। রবিবার দুপুরে জামালপুরের সরিষাবাড়ী পৌর এলাকার বাউসি গজারিয়া গ্রামে এ ঘট'না ঘ'টে।
মৃ'তের পরিবার সূ'ত্রে জানা গেছে, সরিষাবাড়ী পৌর এলাকায় বাউসি গজারিয়া গ্রামের শাজাহান মোল্লা (৭০) শনিবার রাতে মা'রা যান। গতকাল রবিবার দুপুরে নামাজে জানা'জার সময় একই গ্রামের মৃ'ত ইউনুসের স্ত্রী জাহানারা বেগম বসতবাড়ির জমির বিরো'ধ না মি'টিয়ে ম'রদে'হ দা'ফনে বা'ধা দেন। করোনাভাইরা'স থেকে বাঁচতে আল্লাহর উপর ভরসা রাখুন: শাইখ সুদাইস
এ কথা শুনে শাজাহান মোল্লার ছোট ভাই চাঁন মোল্লা (৬৫) হৃ'দয'ন্ত্রের ক্রি'য়া ব'ন্ধ হয়ে মাটিতে পড়ে যায়। স্থানীয়রা তাকে উ'দ্ধা'র করে সরিষাবাড়ী হাসপাতালে নিলে কর্ত'ব্যরত চিকি'ৎসক তাকে মৃ'ত ঘো'ষণা করেন।রবিবার রাতে মৃ'ত চান মিয়ার চাচাতো ভাই রবিউল ইসলাম জানান, শেষ পর্যন্ত বড় ভাইয়ের দা'ফন সম্পন্ন হলেও ছোট ভাই চান মোল্লার ম'রদে'হের জানা'জা ও দাফ'ন আজ সোমবার সকালে করা হবে।
এ ব্যাপারে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মালেক বলেন, বড় ভাইয়ের জানা'জায় এসে ছোট ভাইয়ের মৃ'ত্যুতে ওই পরিবারে শো'কের মা'তম বই'ছে।