বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ০৮:১৮:৪৭

মা ছিল কাজে ব্যস্ত, চানাচুর গলায় আটকে শিশুর মৃত্যু

মা ছিল কাজে ব্যস্ত, চানাচুর গলায় আটকে শিশুর মৃত্যু

এমটিনিউজ২৪ ডেস্ক : জামালপুরের সরিষাবাড়ীতে গলায় চানাচুর আটকে সুমাইয়া খাতুন নামে ১১ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাত ৮টার দিকে সরিষাবাড়ী পৌরসভার কোনাবাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সুমাইয়া মাইজবাড়ী এলাকার সাইদুল রহমানের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকালে শিশু সুমাইয়াকে নিয়ে তার মা নানীর বাড়িতে বেড়াতে যান। রাতে বিছানায় বসিয়ে ঘরের কাজে ব্যস্ত থাকার সময় শিশুটি বিছানায় থাকা চানাচুর মুখে দেয়। এ সময় চানাচুর গলায় আটকে গেলে বাড়ির লোকজন অনেক চেষ্টা করেও তা বের করতে পারেনি।

পরবর্তীতে তাকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাসুদুর রহমান জানান, শিশুটি হাসপাতালে আনার আগেই মারা যায় এবং মৃত্যু গলায় খাবার আটকে যাওয়ার কারণে হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে