সোমবার, ১৫ আগস্ট, ২০১৬, ১১:২২:১৬

বলুন তো, যদি রাত পোহালে শোনা যেতো বঙ্গবন্ধু মরে নাই এই গানটি কে লিখেছেন?

বলুন তো, যদি রাত পোহালে শোনা যেতো বঙ্গবন্ধু মরে নাই এই গানটি কে লিখেছেন?

ঢাকা: ‘যদি রাত পোহালে শোনা যেতো’ যদি রাত পোহালে শোনা যেতো’ বঙ্গবন্ধু মরে নাই জাতির পিতার হত্যাকাণ্ড নিয়ে কালজয়ী এই গান চোখ ভিজিয়ে দেয় সব বাঙালির।

এটি ছাড়াও গীতিকার হাসান মতিউর রহমান বঙ্গবন্ধুকে নিয়ে লিখেছেন একাধিক গান। এই কিশোর মুক্তিযোদ্ধার কাছে ১৫ আগস্ট মানেই মন খারাপ করা দিন। এই আকুতি কিশোর মুক্তিযোদ্ধা হাসান মতিউর রহমানের। এই হাহাকার মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধুকে হারানোর।

বঙ্গবন্ধুর ডাকেই সন্মুখযুদ্ধে প্রাণ বাজি ধরেছিলেন দশম শ্রেণীর ছাত্র মতিউর। লড়েছেন দুই নম্বর সেক্টরের হয়ে। শোনালেন কালজয়ী এই গান লেখার স্মৃতি।

বঙ্গবন্ধুকে একবারই দেখেছিলেন মতিউর। ঘাতকদের হাতে প্রিয় নেতার মৃত্যু মেনে নিতে পারেন নি। স্বাধীনতার স্বপ্নদ্রষ্টাকে নিয়ে কাঁদতে কাঁদতে লিখেছিলেন এই গান।

নিজের সৃষ্টিকর্মে বঙ্গবন্ধুর স্মৃতি ধরে রাখতে পেরে গর্বিত এই গীতিকার। তিনি মনে করেন, প্রতিটি বাঙালির মননে চিরকাল বেঁচে থাকবেন এই মহান নেতা।
১৫ আগস্ট,২০১৬/এমটি নিউজ২৪/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে