সোমবার, ১৫ আগস্ট, ২০১৬, ০৬:৪৫:৫৭

বঙ্গবন্ধু হত্যার ৬ খুনি কে কোথায়?

বঙ্গবন্ধু হত্যার ৬ খুনি কে কোথায়?

নিউজ ডেস্ক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার দায়ে ৫ ঘাতকের মৃত্যুদণ্ড কার্যকর হলেও পলাতক রয়েছে আরো ৬ ঘাতক।  আদালত এ মামলায় ১৫ জনকে মৃত্যুদণ্ড দিলেও আপিল বিভাগ ১২ জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন।  এর মধ্যে বিদেশে পলাতক থাকা ৭ খুনির মধ্যে মারা গেছেন ১জন।

২০১০ সালের ২৮ জানুয়ারি ৫ খুনির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।  এরা হলেন মেজর (অব.) বজলুল হুদা, আর্টিলারি মুহিউদ্দিন, মেজর (অব.) সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান ও ল্যান্সার মহিউদ্দিন আহমেদ।

এ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর সাতজনের মধ্যে আবদুর রশিদ, শরিফুল হক ডালিম, এসএইচএমবি নূর চৌধুরী, মোসলেমউদ্দিন, রাশেদ চৌধুরী ও আবদুল মাজেদ বিদেশে পালিয়ে আছেন।  

তাদের গ্রেফতারে ইন্টারপোলের পরোয়ানা রয়েছে। দণ্ডিত অপরজন আবদুল আজিজ পাশা পলাতক অবস্থায় জিম্বাবুয়েতে মারা যান।  গণমাধ্যমে প্রকাশিত সংবাদে এমন তথ্য জানা গেছে।

পলাতক ছয় আত্মস্বীকৃত খুনির মধ্যে রাশেদ চৌধুরী বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়ে আছেন।  নূর চৌধুরী অবস্থান করছেন কানাডায়।  

এ দু’জন বাদে অবশিষ্ট পলাতক চার মেজর (অব.) খন্দকার আবদুর রশিদ, রিসালদার মোসলেমউদ্দিন, মেজর (অব.) শরিফুল হক ডালিম, মেজর (অব.) ও ক্যাপ্টেন আবদুল মাজেদের অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য টাস্কফোর্সের কাছে নেই।  তবে শরিফুল হক ডালিম পাকিস্তানে অবস্থান করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
১৫ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে