সোমবার, ১৫ আগস্ট, ২০১৬, ০৯:২৩:৩০

পরিচয় মিলেছে গুলশান হামলার অন্যতম জঙ্গি মারজানের

পরিচয় মিলেছে গুলশান হামলার অন্যতম জঙ্গি মারজানের

নিউজ ডেস্ক : পরিচয় মিলেছে রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলার মাস্টারমাইন্ড মারজানের।  তার পুরো নাম নুরুল ইসলাম মারজান (২৩)।  গ্রামের বাড়ি পাবনার সদর থানার পৌরসভার পাইটকাবাড়িতে।  তার বাবার নাম নিজাম উদ্দিন।  মা সালমা খাতুন।

তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।  গত তিন বছর ধরে তিনি বাড়ি থেকে নিখোঁজ ছিলেন।  

মাস্টারমাইন্ড মারজানের এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পাবনার পুলিশ সুপার (এসপি) আলমগীর কবীর।

তিনি জানান, গত তিন বছর ধরে তিনি পরিবার থেকে নিখোঁজ।  তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।  তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানান তিনি।

মারজানের পারিবারিক সূত্র জানায়, ২০১৪ সালে সে পাবনা আলিয়া মাদ্রাসা থেকে জিপিএ-৫ পেয়ে আলিম পাস করে।  এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আরবি বিভাগে ভর্তি হয়।

তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েল প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী জানান, মারজান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েল ছাত্র কি-না এখনো নিশ্চিত নন তিনি।

এ ব্যাপারে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম ডিস্পোজালের প্রধান ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপকমিশনার মো. ছানোয়ার হোসেন বলেন, মারজানের বিষয়ে অনেক তথ্য আমাদের কাছে আছে।  সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।

১ জুলাই গুলশানে হলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনায় অন্যতম মারজান বলে গত সপ্তাহে দাবি করেছিল পুলিশ।

তার বিষয়ে তথ্য চেয়ে সিটিটিসি ছবি প্রকাশ করেছে। এরপর অনেকেই পুলিশকে তার বিষয়ে তথ্য দিয়েছে বলেও জানিয়েছেন ছানোয়ার হোসেন।

সিটিটিসির একজন অতিরিক্ত উপ-কমিশনার আব্দুল মান্নান জানান, একটি টিম পাবনায় মারজানের বাড়িতে পাঠানো হয়েছে।  তারা বিষয়টি নিয়ে কাজ করছেন।  
১৫ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে