সোমবার, ১৫ আগস্ট, ২০১৬, ১০:১৫:১০

খালেদার জন্মদিনে কেক না কাটার ব্যাখ্যা দিলেন মির্জা ফখরুল

খালেদার জন্মদিনে কেক না কাটার ব্যাখ্যা দিলেন মির্জা ফখরুল

ঢাকা : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এবারের জন্মদিনে কেক না কাটার ব্যাখ্যা দিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশের সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি ও বিভিন্ন স্থানে বন্যার কারণে জন্মদিন পালন সমীচীন মনে করেননি তিনি।  

সোমবার বিকেলে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফখরুল এসব কথা বলেন।  

তবে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীর সঙ্গে বিএনপি চেয়ারপারসনের এ সিদ্ধান্তের কোনো সম্পর্ক আছে কি-না সে বিষয়ে কিছু বলেননি মির্জা ফখরুল।

নব্বই দশকের মাঝামাঝি থেকে বেগম খালেদা জিয়া ১৫ আগস্ট কেক কেটে জন্মদিন পালন শুরুর পর থেকেই বিতর্ক ওঠে।  

বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ অভিযোগ করতে থাকে জাতীয় শোক দিবসের ভাবগাম্ভীর্য নষ্ট করতেই এদিন জন্মদিন পালন করেন খালেদা জিয়া।

চলতি বছর ১৫ আগস্ট জন্মদিন পালন না করতে বিএনপিপন্থি বুদ্ধিজীবী ও কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী পরামর্শ দিয়েছিলেন।  এরপর ১৪ আগস্ট বিএনপির পক্ষ থেকে নিশ্চিত করা হয় প্রথম প্রহরে কেক কাটছেন না খালেদা জিয়া।  

তবে বিকেলে কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ মাহফিলের আয়োজন করে বিএনপি।  

মির্জা ফখরুল বলেন, মিলাদ মাহফিলে তারা খালেদা জিয়ার দীর্ঘায়ু, তারেক রহমানের সুস্থতা এবং আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনায় দোয়া করেছেন।

চলমান গণতান্ত্রিক আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন তাদের জন্যও দোয়া করেছেন বলে জানান তিনি। তিনি জানান, বন্যার্তদের কষ্ট লাঘবে বিশেষ দোয়া করা হয়েছে।

মিলাদ মাহফিলে বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, শামসুজ্জামান দুদু, আমানুল্লাহ আমান, মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, নাজিম উদ্দিন আলম প্রমুখ।
১৫ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে