বুধবার, ১৭ আগস্ট, ২০১৬, ০৩:০৫:৩৬

ভবিষ্যতে ঢাকা বিভাগ আরো ছোট করা হতে পারে: প্রধানমন্ত্রী

ভবিষ্যতে ঢাকা বিভাগ আরো ছোট করা হতে পারে: প্রধানমন্ত্রী

ঢাকা: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নাগরিক সেবা বাড়াতে ঢাকা বিভাগ ভেঙে ছোট করা হয়েছে, ভবিষ্যতে আরও ছোট করা হতে পারে।

বুধবার রাজধানীতে প্রধানমন্ত্রী কার্যালয়ে নবগঠিত ময়মনসিংহ বিভাগের উন্নয়ন পরিকল্পনা সংক্রান্ত সভায় তিনি আরও বলেন, আগামী ২০-৩০ বছর পর দেশের জনসংখ্যা কত হবে, দেশের অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়াবে, সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে উন্নয়ন পরিকল্পনা করতে হবে।

দেশের বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যতের বিষয় বিবেচনা করেই তার সরকার উন্নয়ন পরিকল্পনা অব্যাহত রেখেছে বলেও জানান প্রধানমন্ত্রী।
১৭ আগস্ট,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে