এমটিনিউজ২৪ ডেস্ক : ‘পাকিস্তান থেকে ৫০ হাজার মেট্রিক টন চাল আমরা আমদানির ব্যবস্থা করেছি। অলরেডি ফাইনাল স্টেজে আছে’ বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
মঙ্গলবার (২১ জানুয়ারি) চট্টগ্রাম বন্দরে মায়ানমার থেকে প্রথম চালানে আসা ২২ হাজার মেট্রিক টন চাল খালাস কার্যক্রম পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। আলী ইমাম মজুমদার বলেন, ‘আমরা মায়ানমারের সঙ্গে এক লাখ টনের চুক্তি করেছি।
তারা আরো বিক্রি করতে চাচ্ছে। আমরা সেটা বিচার বিবেচনা করে দেখব। আমরা তাদের দেশের অভ্যন্তরীণ ও সরবরাহের অবস্থা দেখে পরবর্তিতে দেখব। এ ছাড়া আরো উৎসের সন্ধান আমরা করছি।
পাকিস্তান থেকে আমরা ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির ব্যবস্থা করেছি। অলরেডি ফাইনাল স্টেজে আছে।’
খাদ্য উপদেষ্টা বলেন, ‘এ বছর সর্বমোট আট থেকে ৯ লাখ মেট্রিক টন চাল আসবে সরকারি সেক্টরে। ভারত, মায়ানমার, পাকিস্তান এসব জায়গা থেকে আসবে। ভিয়েতনামের সঙ্গে আলোচনা চলছে। অন্যান্য দেশের সঙ্গেও আলাপ-আলোচনা চলছে।’
তিনি বলেন, ‘বাণিজ্যকে আমরা রাজনীতির সঙ্গে মেলাচ্ছি না। ভারত যেহেতু আমাদের নিকটতম প্রতিবেশী এবং সেখান থেকে আমদানি খরচ তুলনামূলকভাবে কম ও সস্তা দামে পাওয়া যায়, সে জন্য সেখান থেকে পণ্য সরবরাহ অব্যাহত আছে। আমরাও সেটাকে ওয়েলকাম করছি।
পাশাপাশি মায়ানমার আমাদের কাছে আরো চাল বিক্রি করতে চাচ্ছে।’