বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬, ০৫:১২:৪৩

প্রতারক ওই ছলনাময়ী তরুণীর ফ্ল্যাটে ১০৬ ভরি সোনা!

প্রতারক ওই ছলনাময়ী তরুণীর ফ্ল্যাটে ১০৬ ভরি সোনা!

নিউজ ডেস্ক : প্রতারণা মামলায় গ্রেফতারকৃত সাদিয়া ওরফে তানিয়ার ফ্ল্যাট থেকে ১০৬ ভরি স্বর্ণালঙ্কার, ২০ লাখ ৫২ হাজার ৯৯০ টাকা ও বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা উদ্ধার করেছে বিমানবন্দর থানা পুলিশ। গত মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।

উত্তরার পূর্ব ও পশ্চিম থানার একাধিক মামলার আসামি সাদিয়া ওরফে নদী ওরফে তানিয়াকে গত ৯ আগস্ট  গ্রেফতার করা হয়। পুলিশ তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। এ সময় প্রতারণা সম্পর্কে তথ্য পাওয়া যায়। তার দেওয়া তথ্য থেকে পুলিশ জানতে পেরেছে, চক্রটি মিরপুর, বনানী, গুলশান ও উত্তরা এলাকায় দীর্ঘদিন ধরে প্রতারণা করছে। বাসায় একলা থাকা বয়স্করা এদের শিকার। ১০ থেকে ১২ জনের এ চক্রের অন্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। তাদের খোঁজে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

বিমানবন্দর থানার ওসি বিএম ফরমান আলী বলেন, গ্রেফতারকৃত তানিয়া উত্তরার ১২ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডের ১৮ নম্বর বাসায় তার খালা-খালুর সঙ্গে বসবাস করত। তার দেওয়া তথ্য অনুযায়ী গত মঙ্গলবার রাত থেকে গতকাল ভোর পর্যন্ত ওই বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে ১০৬ ভরি স্বর্ণ (সোনার অলঙ্কার) নগদ ২০ লাখ ৫২ হাজার ৯৯০ টাকা, ২৫টি মোবাইল ফোন সেট, পাকিস্তানি পাঁচ হাজার পাঁচ রুপি, ৪ হাজার ৫১০ ডলার, অনেকগুলো মানিব্যাগ, পার্স, সিম ও মেমোরি কার্ড উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, তানিয়ার বিরুদ্ধে থানায় উত্তরার বিভিন্ন বাসায় প্রবেশ করে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র চুরি করে নেওয়ার অভিযোগ রয়েছে। অভিযোগ থেকে জানা গেছে, যেসব বয়স্ক বাবা-মায়ের ছেলে বা মেয়ে প্রবাসে থাকেন সেইসব পরিবারে তানিয়া কৌশলে প্রবেশ করে। এরপর ওই বাবা-মায়ের কাছে নিজেকে ঐ ছেলে-মেয়েদের বান্ধবী পরিচয় দেয়। তখন ঐ বয়স্ক বাবা-মাকে সে বলে, আমিতো আপনাদের ছেলে-মেয়েদের সঙ্গে লন্ডনে থাকি। আজকে আমার একটা বিয়ের দাওয়াত আছে শপিং করতে যাব, আমার কাছে কিছু ডলার আছে কিন্তু নগদ টাকা নেই। এই ডলারগুলো রেখে আমাকে নগদ কিছু টাকা দেন। এরপর যখন তারা আলমারি খুলে টাকা আনতে যায় তখন সে সবকিছু খেয়াল করে। কয়েকদিন পর একটি শাড়ি নিয়ে আবার ওই বাসায় গিয়ে বলে, আন্টি আপনার জন্য একটা শাড়ি নিয়ে এসেছি। চলেন আমার স্বামী আপনাকে দেখতে চেয়েছে, চলুন। এরপর তাদের শাড়ি পরতে পাঠিয়ে বাসার আলমারি থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার চুরি করে পালিয়ে যায়। - ইত্তেফাক
১৮ আগস্ট ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস‌‌‌‌

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে