নিউজ ডেস্ক : ৫৭টি মুসলিম রাষ্ট্রের জোট ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব আইয়াদ আমিন মাদানি দুই দিনের সফরে এখন ঢাকায় অবস্থান করছেন। তার নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দলটি বুধবার রাতে ঢাকায় পৌঁছান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওআইসি মহসচিব ইয়াদ আমীন মাদানীকে শাহজালাল আন্তর্জাতিক বিমাবন্দরে অভ্যত্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামরুল আহসান।
ওআইসি মহাসচিবের দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশে এটা তার তৃতীয় সফর। ঢাকায় সফরত ওআইসি মহাসচিব বৃহস্পতিবার দুপুর ১২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
সফরকালে ইসলামি সহযোগিতা সংস্থার মহাসচিবের সম্মানে পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর দেওয়া নৈশভোজে অংশ নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন তিনি।
ইসলামি সহযোগিতা সংস্থার সদস্যভুক্ত এশিয়ার চারটি দেশে সফরের অংশ হিসেবে তিনি ঢাকায় এসেছেন।
চলতি বছরের অক্টোবর মাসে উজবেকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া ওআইসির সদস্যভুক্ত দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রীদের ৪৩ তম সম্মেলন নিয়ে সফর কালে আলোচনা করবেন সংস্থাটির মহাসচিব। মুসলিম বিশ্বের পরিস্থিতি, উদ্যোগ ও সিদ্ধান্ত নিয়ে সফরকালে তিনি মতবিনিময় করবেন বলে আশা করা হচ্ছে।
১৮ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম