নিউজ ডেস্ক : ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় এবছর পাসের হার ৯৯ দশমিক ৪৩ শতাংশ। প্রতিষ্ঠানটি থেকে মোট পরীক্ষার্থী ১ হাজার ৫৬৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। যাদের মধ্যে পাস করেছে ১ হাজার ৫৫৯ জন এবং সিজিপিএ-৫ পেয়েছে ১ হাজার ১৪০ জন।
বৃহস্পতিবার সারাদেশে একযোগে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ হলে এ তথ্য জানা যায়।
জানা যায়, গত বছর ভিকারুননিসায় পাসের হার ছিল ৯৯ দশমিক ৩৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ৯৩৩ জন।
ফলাফল ভাল করার কারণ হিসেবে কলেজের প্রিন্সিপাল সুফিয়া খাতুন বলেন, অনেকেই পরীক্ষার আগে বিদেশে চলে যায় এবং অসুস্থ হওয়ার কারণে অনেকে পরীক্ষা দিতে পারেনি। তারপরও শিক্ষকদের নিরলস প্রচেষ্টা, ছাত্রীদের একান্ত মনোযোগ এবং অবিভাগকদের সহযোগিতা ও তাদের সন্তানদের প্রতি খেয়াল ভাল রেজাল্ট হওয়ার মূল কারণ।
সুফিয়া খাতুন বলেন, আমরা ছাত্রীদের জন্য পাঠ্য বইয়ের বাইরেও তাদের জন্য বিভিন্ন নীতি বাক্য বলি, যেন আমাদের মেয়েরা বিপদগামী না হয়। তারা যেন ভাল মানুষ হতে পারে সেজন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি।
১৮ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম