নিউজ ডেস্ক : উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় পাসের হারে আটটি শিক্ষা বোর্ডের মধ্যে শীর্ষ স্থান দখল করেছে যশোর বোর্ড। এবার যশোর বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৮৩ দশমিক ৪২ শতাধিক। গত বছর পাসের হার ছিল ৪৬ দশমিক ৫৯ শতাংশ।
বৃহস্পতিবার বেলা ১টায় প্রেসক্লাব যশোর মিলনায়তনে যশোর বোর্ডের ২০১৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করেন বোর্ডের ভারপ্রাপ্ত সচিব ড. আহসান হাবীব। এ সময় উপস্থিত ছিলেন- পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র প্রমুখ।
প্রকাশিত ফলাফলে দেখা গেছে, চলতি বছর ১ লাখ ৩০ হাজার ৫৭২জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এদের মধ্যে পাস করেছেন ১ লাক ৮ হাজার ৯২৯জন।
পাসের হার দাঁড়িয়েছে ৮৩ দশমিক ৪২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৫৮৬জন। এ গ্রেড পেয়েছে ২০ হাজার ৮৮১জন, এ মাইনাস পেয়েছে ২৪ হাজার ৫১৫জন, বি গ্রেড পেয়েছে ২৭ হাজার ৮১১জন, সি গ্রেডে ২৯ হাজার ৩৯৬, ডি গ্রেডে ১ হাজার ৭৪০জন উত্তীর্ণ হয়েছে।
গত বছর ১ লাখ ১৪ হাজার ২৮১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয় ৫৩ হাজার ৮৭ জন। জিপিএ-৫ পায় ১ হাজার ৯২৭ জন। পাসের হার ছিল ৪৬ দশমিক ৫৯ শতাংশ। মূলত ইংরেজিতে ফল বির্পয়ের কারণে গত বছর বোর্ডের সার্বিক ফলাফল বিপর্যয় হয়। সেই বিপর্যয় কাটিয়ে উঠেছে বোর্ড।
সাধারণ ৮টি বোর্ডের মধ্যে ফলাফলে শীর্ষ স্থান দখল করেছে যশোর। এ প্রসঙ্গে যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র জানান, গত বছর ফল বিপর্যয়ের পর শিক্ষক শিক্ষাথী ও অভিভাবকদের মধ্যে নাড়া দেয়। এরপর ভাল ফলাফলের জন্য বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়। এরমধ্যে অন্যতম উদ্যোগ হলো শিক্ষাথীদের মূল বই মুখী করা। শিক্ষার্থীরা মূল বই নির্ভর হয়েছে।
এবার রাজনৈতিক স্থিতিশীল পরিবেশ থাকায় শিক্ষার্থীদের পরীক্ষায় কোন ব্যাঘাত ঘটেনি। বোর্ড কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের চেষ্টা ভাল ফলাফল হয়েছে। এই ধারাবাহিকতা বজায় থাকলে আরও ভাল ফলাফল অব্যাহত থাকবে বলে আশাবাদী।
১৮ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম