বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬, ০৫:১৭:১৩

একাদশে ভর্তি হতে না পারা শিক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

 একাদশে ভর্তি হতে না পারা শিক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

ঢাকা : বিভিন্ন কারণে নির্ধারিত সময়ে একাদশ শ্রেণিতে ভর্তি হতে না পারা এমন ৪০০ শিক্ষার্থীকে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

আগামী ২১ আগস্ট থেকে ২৩ আগষ্ট পর্যন্ত তারা কলেজে ভর্তি হতে পারবে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

নির্ধারিত সময়ের মধ্যে কলেজে ভর্তি হতে না পারার কারণ হিসেবে শিক্ষার্থীদের দারিদ্র্যতা, বিয়ে ও বিদেশে চাকরি খুঁজতে যাওয়াকে দায়ী করেন শিক্ষামন্ত্রী।

একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা গত ২৬ মে থেকে ৯ জুন পর্যন্ত অনলাইন ও টেলিটক মোবাইল থেকে এসএমএস করে আবেদন করার সুযোগ পায়।

১৬ জুন আবেদনের প্রেক্ষিতে ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়।।  বিলম্ব ফিসহ  শিক্ষার্থীদের ২০ জুলাই পর্যন্ত ভর্তির সুযোগ ছিল।  একাদশ শ্রেণীতে ক্লাস শুরু হয় গত ১০ জুলাই।
 ১৮আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে