ঢাকা : এ বছর সব শিক্ষাবোর্ড মিলিয়ে জিপিএ-৫ পেয়েছে ৫৮ হাজার ২৭৬ জন। এর মধ্যে ২৮ হাজার ১১০ জন ঢাকা বোর্ডের। সব বোর্ড মিলিয়ে জিপিএ-৫ পেয়েছে ৩০ হাজার ১৬৬ জন।
ঢাকা বোর্ডে জিপিএ-৫ এর সংখ্যা এত বেশি কেন এ বিষয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ঢাকায় সব ভালো শিক্ষার্থীরা ভর্তি হয়। এখানে শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যাও বেশি। এসব কারণে ঢাকা শিক্ষাবোর্ডে জিপিএ-৫ এর সংখ্যা বেশি বলে মনে হয়।
ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মাহবুবুর রহমান বলেন, ঢাকার শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি অভিভাবকরাও ছেলেমেয়েদের লেখাপড়ার দিকে বেশি নজর দেয়। এ কারণে ঢাকা বোর্ডে জিপিএ-৫ বেশি পেয়েছে।
রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৭৩ জন, কুমিল্লা শিক্ষাবোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১৯১২ জন, যশোর শিক্ষাবোর্ডে জিপিএ-৫ এর সংখ্যা ৪ হাজার ৫৮৬ জন, চট্টগ্রাম শিক্ষাবোর্ডে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ২৫৩ জন, বরিশাল শিক্ষাবোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৭৮৭ জন, সিলেটে জিপিএ-৫ এর সংখ্যা ১ হাজার ৩৩০ জন, দিনাজপুর শিক্ষাবোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৮৯৯ জন।
মাদ্রাসা শিক্ষাবোর্ডে জিপিএ-৫ এর সংখ্যা ২ হাজার ৪১৪ জন। কারিগরি শিক্ষাবোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৬ হজার ৫৮৭ জন। ঢাকার ডিআইবিএসে জিপিএ-৫ পেয়েছে ৩২৫ জন।
১৮আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম