বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬, ০৬:১৭:০৩

ভারতীয় বন্যহাতির মৃত্যুতে কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট

ভারতীয় বন্যহাতির মৃত্যুতে কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট

ঢাকা : ভারত থেকে বন্যার পানিতে ভেসে আসা বন্যহাতির মৃত্যুতে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা ও এক কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার হাইকোর্টে এ রিট দায়ের করেন আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ।

এতে মৎস্য ও প্রাণিসম্পদ সচিব, বন ও পরিবেশ সচিব, ও জামালপুর জেলা প্রশাসককে বিবাদী করা হয়েছে।

রিটে হাতিটি মৃত্যুর জন্য বিচার বিভাগীয় তদন্তের আবেদনও করা হয়েছে।
 
প্রসঙ্গত, গত ২৬ জুন বন্যহাতিটি ভারতের আসাম থেকে বন্যার পানিতে ভেসে কুড়িগ্রাম সীমান্ত হয়ে বিভিন্ন জেলা ঘুরে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কামড়াবাদ ইউনিয়নের কয়বা গ্রামে ১৬ আগস্ট মারা যায়।
১৮আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে