ঢাকা : এইচএসসি ও সমমানের ফল প্রকাশের পর অনেকেই কাঙ্ক্ষিত ফল পাননি। এ জন্য অনেকেই ফল পুনর্নিরীক্ষা করাতে চান।
এজন্য আগামী ১৯ আগস্ট দুপুর ২টা থেকে ২৫ আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে। টেলিটক মোবাইলের মাধ্যমে এ আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা।
এ জন্য RSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন বর্ণ লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে বিষয় কোড লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
ফিরতি এসএমএসে ফি বাবদ কত টাকা কেটে নেয়া হবে তা জানিয়ে একটি পিন (পার্সোনাল আইডেন্টিফিকেশন নম্বর) দেয়া হবে।
আবেদনে সম্মত থাকলে RSC লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে পিন লিখে স্পেস দিয়ে যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। প্রতিটি বিষয় ও প্রতি পত্রের জন্য ১৫০ টাকা হারে চার্জ কাটা হবে।
একই এসএমএসে একাধিক বিষয়ে আবেদন করা যাবে। এক্ষেত্রে বিষয় কোড পর্যায়ক্রমে কমা (,) দিয়ে লিখতে হবে।
উল্লেখ্য, এবার সারাদেশে ৮টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের গড় হার ৭৪ দশমিক ৭০।
৮টি শিক্ষা বোর্ডের পাসের হার ৭২ দশমিক ৪৭ শতাংশ। আর মাদ্রাসা বোর্ডে পাসের হার ৮৮ দশমিক ১৯ শতাংশ। কারিগরি শিক্ষাবোর্ডে এবার পাসের হার ৮৪ দশমিক ৫৭ শতাংশ।
১৮আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম