ঢাকা : জিয়াউর রহমানকে ‘প্রথম রাষ্ট্রপতি’ বলেছি তা প্রমাণ করতে পারলে দল ও সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করব বলে জানিয়েছেন সুবিদ আলী ভূঁইয়া।
তিনি বলেছেন, আমি জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি বলিনি।
বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে এক জরুরি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এর আগে অভিযোগ ওঠে, বুধবার সরকারি প্রতিষ্ঠান সংক্রান্ত সংসদীয় কমিটির বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর স্মরণিকায় ভুল ছাপা হওয়ার ঘটনা নিয়ে আলোচনাকালে সুবিদ আলী ভূঁইয়া জিয়াকে প্রথম রাষ্ট্রপতি বলে আখ্যায়িত করেন।
এ নিয়ে কমিটির বৈঠকেই সমালোচনার মুখে পড়েন তিনি। দলের একাধিক সংসদ সদস্য তার এ মন্তব্যে ক্ষুব্ধ হন এবং অনেকে তার পদত্যাগ দাবি করেন।
এরই পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার এক জরুরি সংবাদ করেন কুমিল্লার দাউদকান্দি (কুমিল্লা-১) আসনের এ সংসদ সদস্য।
তিনি বলেন, আমার বক্তব্য বিকৃতভাবে প্রকাশ হয়েছে। আমি চ্যালেঞ্জ করতে পারি- এমন কথা বলিনি।
১৮ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম