ঢাকা : ৯৪ সরকারি বেসরকারি মেডিকেল কলেজের (এমবিবিএস কোর্স) ভর্তি পরীক্ষা আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হতে পারে। সেপ্টেম্বরে সব শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষার কারণে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার প্রাথমিক দিনক্ষণ ৭ অথবা ১৫ অক্টোবর নির্ধারণ করা হয়।
মেডিকেল কলেজ ভর্তি প্রক্রিয়ার সঙ্গে জড়িত একজন দায়িত্বশীল কর্মকর্তা বৃহস্পতিবার গণমাধ্যমকে বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও ৭ অথবা ১৫ অক্টোবর মেডিকেলে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনাই বেশি।
তবে আগামী রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে জানান তিনি।
স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত বার্ষিক প্রতিবেদন ২০১৫ অনুযায়ী- দেশে বর্তমানে ১০০টি মেডিকেল কলেজ (সরকারি ৩০, বেসরকারি ৬৪ ও আর্মড ফোর্সেস ৬টি) ও ৩৩টি ডেন্টাল (৯টি সরকারি ও ২৪টি বেসরকারি) রয়েছে।
এসব কলেজে এমবিবিএসে আসন সংখ্যা ৯ হাজার ৬৭৯ ও বিডিএসে ১ হাজার ৮৩২টি।
১৮ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম