বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬, ০৮:৫০:৩৭

ক্যাডেট কলেজের ৬০১ পরীক্ষার্থীর মধ্যে ৫৮০ জনই জিপিএ-৫

ক্যাডেট কলেজের ৬০১ পরীক্ষার্থীর মধ্যে ৫৮০ জনই জিপিএ-৫

নিউজ ডেস্ক : দেশের ১২টি ক্যাডেট কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় ৯৬.৫০ শতাংশ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।  এসব কলেজের ৬০১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন।  এর মধ্যে ৫৮০ জনই জিপিএ-৫ পেয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে কৃতকার্য শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে ক্যাডেট কলেজ পরিচালনা পর্ষদ থেকে এ তথ্য জানানো হয়।

পরিচালনা পর্ষদের অ্যাসিস্ট্যান্ট অ্যাডজুটেন্ট জেনারেল লে. কর্নেল মোহাম্মদ মনোয়ার মাহবুব জানান, সেনাবাহিনীর প্রত্যক্ষ নিয়ন্ত্রণে পরিচালিত ১২টি ক্যাডেট কলেজ থেকে ৫৮০ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

তিনি জানান, ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে এবার ৪৯ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছে। মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে ৫২ জনের সবাই, ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে ৫২ জনের সবাই, সিলেট ক্যাডেট কলেজ থেকে ৪৯ জনের সবাই, পাবনা ক্যাডেট কলেজের ৫০ জনের সবাই, বরিশাল ক্যাডেট কলেজ থেকে ৫৪ জনের সবাই, জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের ৩৯ জনের সবাই, ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের ৫৩ জনের সবাই জিপিএ-৫ পেয়েছে।

লে. কর্নেল মোহাম্মদ মনোয়ার মাহবুব জানান, রাজশাহী ক্যাডেট কলেজের ৫২ পরীক্ষার্থীর মধ্যে ৫১ জন, রংপুর ক্যাডেট কলেজের ৪৭ জনের মধ্যে ৪৬ জন, ও ফেনী গার্লস ক্যাডেট কলেজের ৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৭ জন ও কুমিল্লা ক্যাডেট কলেজের ৫০ জনের মধ্যে ৩৮ জন জিপিএ-৫ পেয়েছে।
১৮ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে