ঢাকা : বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, স্বৈরাচার এরশাদের জামানায় ঢাকা মহানগরীর দেয়ালে দেয়ালে অজ্ঞাত কারো যন্ত্রণার সেই স্পর্শকাতর লেখাটি আজ বড় বেশি মনে পড়ে- ‘বড় কষ্টে আছি আইজউদ্দিন’। দুঃসহ যন্ত্রণায় শোষিত মানুষরা যেন কোটি কণ্ঠে বর্তমান শাসকগোষ্ঠীকে বলছে-‘বড় কষ্টে আছি কোটি আইজউদ্দিন’।
বৃহস্পতিবার বেলা সাড়ে এগারটার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ প্রতিবেদনে জানা যায়- চলতি অর্থবছরের প্রথম মাসে তৈরি পোশাক রপ্তানির নির্ধারিত লক্ষ্যমাত্রা ছিল ২৭৭ কোটি ১৬ লাখ মার্কিন ডলার। কিন্তু প্রকৃত রপ্তানি আয় হয়েছে ২১১ কোটি ৭৫ লাখ ৮০ হাজার মার্কিন ডলার, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ২৩.৬০ শতাংশ কম। একইসঙ্গে ২০১৫-১৬ অর্থবছরের তুলনায় ৪.৪১ শতাংশ কম।
তিনি বলেন, আওয়ামী লীগ আমলের অর্থনৈতিক বিশৃঙ্খলা, অব্যবস্থাপনা এবং দুর্নীতির ঐতিহ্য অতীত ও বর্তমান সময়েও বিদ্যমান। আর্থিক ব্যবস্থাপনার ওপর নজরদারি করা দেশীয় এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর নিরীক্ষায় বর্তমান সরকারের আমলে দেশে বিনিয়োগের পরিবর্তে রাঘব বোয়ালরা বিদেশে পাচার করেছেন ৭০ হাজার কোটি টাকারও অধিক।
মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, সারাবিশ্ব তোলপাড় করা পানামা পেপারস কেলেঙ্কারির বাংলাদেশ অংশের ব্যক্তি এবং প্রতিষ্ঠানগুলোর মালিকরা হচ্ছেন ক্ষমতাসীন দলের নেতা ও তাদের পরিবারের সদস্য।
তিনি বলেন, ১৯৯৬-২০০১ সময়ে আমরা প্রথম শেয়ারবাজারে সাধারণ বিনিয়োগকারীদের বিপুল পরিমাণ অর্থ লুটপাট হতে দেখেছি। যার কোনো প্রতিকার বর্তমান শাসনামলেও হয়নি। শেয়ারবাজারের সাধারণ বিনিয়োগকারীদের সর্বস্বান্ত করে দিয়েছে।
বিএনপির এই নেতা বলেন, বর্তমান সরকারের আমলে তাদের অন্ধ সমর্থকরা যেমন পেয়েছেন নতুন নতুন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স, একইসঙ্গে অলিখিতভাবে পেয়েছেন-অর্থ লুটপাটের লাইসেন্স।
আলাল বলেন, ২০১৬-কে প্রধানমন্ত্রী পর্যটন বর্ষ ঘোষণা করেছেন, অথচ পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন সরকারি অনুষ্ঠানে প্রকাশ্যে স্বীকার করেছেন-২০১৬ এর ডিসেম্বর থেকে ২০১৭ এর ফেব্রুয়ারি পর্যন্ত বিদেশি পর্যটকদের সব হোটেল বুকিং তারাই বাতিল করেছেন। তৈরি পোশাকের ক্রেতারা বাংলাদেশে আসছেন না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, শ্যামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক এমএ আউয়াল খান, ছাত্রদলের দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী প্রমুখ।
১৮আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম