নিউজ ডেস্ক : বিএনপির নতুন স্থায়ী কমিটি ঘোষণার পর বৃহস্পতিবার রাতে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। রাত সাড়ে ৮টায় গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
১৯ সদস্যের স্থায়ী কমিটির মধ্যে ৬ আগস্ট ১৭ জনের নাম ঘোষণা করা হয়। নতুন মুখ হিসেবে আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহ উদ্দিন আহমেদকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে ভারতে থাকায় দুজনের কেউ-ই বৈঠকে ছিলেন না।
সূত্র জানায়, মূলত তিনটি বিষয়কে সামনে রেখে স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করছেন খালেদা জিয়া। গ্যাসের মূল্য বৃদ্ধি করা হলে কি ধরনের কর্মসূচি দেয়া যায় তা বৈঠকে আলোচনা হয়। এছাড়া রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রতিবাদেও কর্মসূচি দেয়ার পক্ষে অনেকে মত দেন। এ দুটি বিষয় ছাড়াও সদ্য ঘোষিত নির্বাহী কমিটি নিয়ে বৈঠকে আলোচনা হয়।
জানা গেছে, কেউ কেউ ঘোষিত কমিটিতে যেসব অসঙ্গতি রয়েছে তা একটি কমিটির মাধ্যমে সমাধান করার প্রস্তাব দেন। তবে এর বিরোধিতা করেন কয়েক সদস্য। পরে চেয়ারপারসনের হস্তক্ষেপে বিষয়টির সমাধান হয়। ঘোষিত কমিটির সার্বিক অসঙ্গতি, রদবদল চেয়ারপারসন নিজেই সমাধান করবেন বলে বৈঠকে জানানো হয়।
১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার বিষয়টি নিয়েও বৈঠকে আলোচনা হয়। বৈঠকের শুরুতে স্থায়ী ও নির্বাহী কমিটি ঘোষণা করায় চেয়ারপারসনকে অভিনন্দন জানানো হয়। চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান পটলসহ নিহত নেতাকর্মীদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয় সভায়। - যুগান্তর
১৯ আগস্ট ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস