শুক্রবার, ১৯ আগস্ট, ২০১৬, ১১:০৫:৪৬

৩১ বাংলাদেশি জেলেকে উদ্ধার করলো ভারতীয় কোস্ট গার্ড

৩১ বাংলাদেশি জেলেকে উদ্ধার করলো ভারতীয় কোস্ট গার্ড

নিউজ ডেস্ক : মাঝ সাগরে আটকা পড়া ৩১ জন বাংলাদেশি জেলেকে উদ্ধার করেছে ভারতীয় কোস্ট গার্ড। ইঞ্জিন বিকল হয়ে দুটি মাছ ধরার নৌকা আটকা পড়েছিলেন তারা।

গত ১৬-১৭ আগস্ট লঘূ চাপের কারণে পশ্চিমবঙ্গ উপকূলে বিরাজ থাকা বৈরি আবহাওয়ার মধ্যেই এ উদ্ধার অভিযান পরিচালিত হয়। বৃহস্পতিবার কোস্ট গার্ডের কর্মকর্তারা এ খবর নিশ্চিত করেন।

শুক্রবার ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, উদ্ধার হওয়া বাংলাদেশি নৌকাগুলোর একটির নাম ‘আল্লাহর দান’ ও আরেকটির নাম ‘ফরহাদ’। ‘আল্লাহর দান’ নৌকা থেকে ১৫ জন এবং ‘ফরহাদ’ নামের নৌকাটি থেকে ১৬ জনকে উদ্ধার করা হয়েছে। ‘আল্লাহর দান’ নৌকার আরোহীদের স্থানীয় একটি মাছ ধরার নৌকাতে করে সরিয়ে নেয়া হয়েছে। অন্যদিকে ১৬ আরোহীসহ ‘ফরহাদ’কে স্থানীয় মাছ ধরার নৌকার সাহায্যে ফাজিরগঞ্জে টেনে নেয়া হয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, উদ্ধার হওয়া জেলেদেরকে খাবার ও চিকিৎসা সহায়তা দিয়েছে ভারতীয় কোস্ট গার্ড।
১৯ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে