শুক্রবার, ১৯ আগস্ট, ২০১৬, ০৩:৪৪:০০

‘দয়া করে সরিয়ে নিন, নইলে ম্যাজিস্ট্রেট যাবে’

‘দয়া করে সরিয়ে নিন, নইলে ম্যাজিস্ট্রেট যাবে’

ঢাকা : অবৈধ বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন, দেয়াল লিখন ও তোরণ পুনরায় সরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।

তিনি বলেছেন, নিজে থেকে এসব সরিয়ে নিন, নইলে আমাদের ম্যাজিস্ট্রেটরা এগুলো উচ্ছেদ করবে।

শুক্রবার গুলশানে সিটি করপোরেশনের নতুন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সিটি করপোরেশন এলাকায় ব্যানার, বিলবোর্ড, ফেস্টুন টাঙাতে করপোরেশনের অনুমোদনের প্রয়োজন হলেও বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি সামনে রেখে রাজনৈতিক দলের নেতাকর্মীরা তা মানছে না বলে অভিযোগ করেন মেয়র আনিসুল হক।

তিনি বলেন, কর্মসূচি শেষ হলেও এসব ব্যানার না সরানোয় সিটি করপোরেশন ব্যবস্থা নিয়েছে।  এরই মধ্যে রাজনৈতিক দলের এরকম ২০০ বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন অপসারণ করা হয়েছে।  

মেয়র আনিসুল হক বলেন, বাকিগুলো অপসারণে ব্যাপক অভিযান চালানো হবে।  যারা ব্যানার-ফেস্টুন লাগিয়েছেন, তারা দয়া করে নিজ দায়িত্বে সরিয়ে নিন।

তিনি বলেন, সরিয়ে না নিলে আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করব।  না সরালে জেল-জরিমানা করা হবে।

উল্লেখ্য, গত ১৪ আগস্ট সিটি করপোরেশন এলাকার অবৈধ বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন, পোস্টার, দেয়াল লিখন ও তোরণ অপসারণ করার নির্দেশ দেয় উচ্চ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে এ নির্দেশ বাস্তবায়ন করে ২২ অগাস্ট এ বিষয়ে প্রতিবেদন দিতে দুই সিটি করপোরেশনকে নির্দেশ দেন হাইকোর্ট।
১৯ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে