শুক্রবার, ১৯ আগস্ট, ২০১৬, ০৪:৫১:১৪

বঙ্গবন্ধু হত্যায় মূল চাবিকাঠি তারাই ঘুরিয়েছিল : মির্জা ফখরুল

বঙ্গবন্ধু হত্যায় মূল চাবিকাঠি তারাই ঘুরিয়েছিল : মির্জা ফখরুল

ঢাকা : বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রের সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সম্পৃক্ততা নিয়ে সরকারি দলের নেতাদের বক্তব্যের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ হত্যার পর ক্ষমতায় এসেছিল আওয়ামী লীগই।  এ ঘটনায় কেউ জড়িত থাকলে সেটা আওয়ামী লীগই।

রাজধানীর শেরেবাংলা নগরে স্বেচ্ছাসেবক দলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জাতীয় শোক দিবসের আলোচনায় আওয়ামী লীগ নেতারা বলেছেন, জিয়াউর রহমান ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর খুনিদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের চাকরি দিয়ে পুনর্বাসিত করেছেন।  খুনি রশিদ ও ফারুক বিদেশি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে জিয়াউর রহমানের সহযোগিতার কথা বলেছেন।

এসব মন্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, শেখ মুজিবুর রহমানের মর্মান্তিক হত্যার পর ক্ষমতায় বসেছিল কারা? এটা পরিষ্কার, যারা শেখ মুজিবকে হত্যার পরে ক্ষমতায় বসেছিল, এর মূল চাবিকাঠি তারাই ঘুরিয়েছিল।  এ হত্যার সুষ্ঠু তদন্ত করা হলে দেখা যাবে- তাদের নেতারাই জড়িত।

তিনি বলেন, জিয়াউর রহমান কখনোই এ ধরনের রাজনীতি করেননি।  তার জড়িত হওয়ার প্রশ্নই আসে না।

মির্জা ফখরুল বলেন, সরকার জঙ্গিবাদকে রাজনৈতিক উদ্দেশে ব্যবহার করতে চায়।  সরকার জঙ্গিবাদকে নির্মূল করতে চায় না।  তারা এটিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে।  

বাংলাদেশে যে ভয়াবহ অবস্থা চলছে এর জন্য গণতন্ত্রহীন ব্যবস্থাই দায়ী বলে মন্তব্য করেন  বিএনপি মহাসচিব।  

তিনি বলেন, জঙ্গিবাদের ভয়াবহ দানব।  রাষ্ট্রকে যখন গ্রাস করতে যাচ্ছে সরকার তাকে দমন না করে বিরোধী দলকে দমনে ব্যস্ত হয়ে পড়েছে।  যার ফলে প্রকৃত অপরাধীরা আড়ালে থেকে যাচ্ছে।

বিএনপির কমিটি নিয়ে নেতাকর্মীদের ক্ষোভ ও রদবদল প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল, তাই কমিটি নিয়ে ক্ষোভ থাকাটাই স্বাভাবিক।
১৯ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে