শুক্রবার, ১৯ আগস্ট, ২০১৬, ০৫:০৭:৩৪

‘‌নতুন কমিটি নিয়ে খালেদা যাবেন জিয়ার কবরে’

‘‌নতুন কমিটি নিয়ে খালেদা যাবেন জিয়ার কবরে’

ঢাকা : বিএনপির নতুন কমিটির সদস্যদের নিয়ে সোমবার দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাবেন চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

শুক্রবার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে শেরেবাংলা নগরে জিয়ার কবরে শ্রদ্ধা জানানোর পর এ সিদ্ধান্তের কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, বৃহস্পতিবার নতুন স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।  সভায় দলের গঠনতন্ত্র সংশোধনের কয়েকটি বিধান গৃহিত হয়েছে এবং সেটা অবিলম্বে গঠনতন্ত্রে সন্নিবেশিত করার সিদ্ধান্তও নেয়া হয়েছে।

গত ৬ আগস্ট ১৯ সদস্যের স্থায়ী কমিটিতে ১৭ জনের নাম ও ৫০২ সদস্যের পূর্ণাঙ্গ জাতীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়।  ৭৩ সদস্যের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলও পুনর্গঠন করা হয়।
১৯ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে