ঢাকা : রাজধানীর বাড্ডায় ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ থেকে আটককৃতদের মধ্যে ছিলেন একাত্তরের মানবতাবিরোধী অপরাধে ফাঁসি কার্যকর হওয়া জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর স্ত্রী শামছুন্নাহার নিজামী।
শুক্রবার সকালে শামছুন্নাহার নিজামীকে আটক করা হলেও বিকেলে ছেড়ে দেয়া হয়েছে বলে জানা গেছে।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে বাড্ডা ডিআইটি প্রজেক্টের ৮ নম্বর সড়কের ২৫ নম্বর হোল্ডিংয়ের ছয়তলা বাসায় অভিযান চালায় পুলিশ। এ সময় বাড্ডা থানা জামায়াতে ইসলামীর আমির ফখরুদ্দিন কেফায়েত উল্লাহসহ ২৭ জনকে আটক করা হয়।
বাড্ডা থানার ওসি এম এ জলিল গণমাধ্যমকে জানান, আটককৃতদের মধ্যে নিজামীর স্ত্রীও থাকতে পারেন। কেননা ওই স্কুলটির অধ্যক্ষ তিনি। এ ব্যাপারে পরে জানানো হবে।’
বাড্ডা থানা পুলিশ জানায়, ঘটনার সময় শামছুন্নাহার ছিলেন না। কিন্তু পরে তিনি সেখানে আসেন। এরপর অন্যদের সঙ্গে তাকেও আটক করে থানায় আনা হয়। জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেয়া হয়েছে।
আটক হওয়া ১৮ জনের মধ্যে পাঁচজন নারী ছিলেন। এরা জামায়াতে ইসলামীর ছাত্রী সংঘের রাজনীতির সঙ্গে জড়িত বলে পুলিশ সন্দেহ করছে।
শুক্রবার বিকেলে গুলশান জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ বলেন, থানায় এনে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা সেখানে বসে গোপন বৈঠক করছিলেন প্রাথমিকভাবে তা নিশ্চিত। জিজ্ঞাসাবাদের পরই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
এসআই নওশের বলেন, আটককৃতদের মধ্যে ২২ জন পুরুষ ও ৫ জন নারী। পাঁচজনের মধ্যে বাড্ডা থানা জামায়াতে ইসলামীর আমির ফখরুদ্দিনের স্ত্রী, মেয়েও রয়েছেন। রয়েছেন স্কুল ভবনটির বাড়িওয়ালা, শিক্ষক এবং ভাড়াটিয়ারা।
পুলিশ জানায়, ছয় তলা ওই ভবনটির মালিক বেল্লাল হোসেন (৬০) অবসরপ্রাপ্ত চাকরিজীবী।। তিনি সপরিবারে ৩ তলায় থাকেন। চার তলায় ছিল স্কুলটি।
১৯ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম