শনিবার, ২০ আগস্ট, ২০১৬, ০২:৪০:৫৬

শিগগিরই গ্রেনেড হামলা মামলার রায়

শিগগিরই গ্রেনেড হামলা মামলার রায়

নিউজ ডেস্ক : আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচার শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। তিনি বলেছেন, শিগগিরই এ মামলার রায় দেয়া হবে বলে আশা করছি।
 
শনিবার জাতীয় শোক দিবস উপলক্ষে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের আয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
কর্মসূচিতে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এ সময় বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যা বিষয়ে কথা বলেন আইনমন্ত্রী।
 
তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলায় আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে কিনা খতিয়ে দেখতে কমিশন গঠন করা যেতে পারে।
 
এদিকে বঙ্গবন্ধু হত্যায় জিয়াউর রহমানের মরণোত্তর বিচার হবে কিনা- সাংবাদিকদের এমর প্রশ্নের জবাবে তিনি বলেন, ফৌজদারি আইনের মামলায় অভিযুক্ত কোনো আসামি মারা গেলে তার বিচারের কোনো বিধান নেই। ফলে বঙ্গবন্ধু হত্যা মামলায় জিয়াউর রহমানের মরণোত্তর বিচার হওয়ার কোনো সুযোগ নেই।
২০ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে