শনিবার, ২০ আগস্ট, ২০১৬, ০৩:৫৫:৫৬

গ্যাসের দাম বাড়ালে মানবে না বিএনপি : আলাল

 গ্যাসের দাম বাড়ালে মানবে না বিএনপি : আলাল

ঢাকা : নতুন করে গ্যাসের মূল্য বৃদ্ধিকে অযৌক্তিক বলে দাবি করেছে বিএনপি।  দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, এ সিদ্ধান্ত মেনে নেবে না জনগণ।  জনগণের দল হিসেবে বিএনপিও তা মানবে না।

শনিবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

গ্যাসের দাম প্রায় দ্বিগুণ করার প্রস্তাব করে এনার্জি রেগুলেটরি কমিশনে বিতরণ কোম্পানিগুলোর শুনানি এরই মধ্যে শেষ হয়েছে।  

আগামী তিন মাসের মধ্যে দাম বাড়ছে বলে জানিয়ে কমিশন মানসিক প্রস্তুতি নিতে ভোক্তাদের পরামর্শ দিয়েছে।

আলাল বলেন, এক বছর আগেই গ্যাসের দাম বাড়িয়েছে সরকার।  লুটপাট করে জনগণের অর্থ নিজেদের পকেটে ঢুকাতে আবারো দাম বাড়ানোর প্রক্রিয়া শুরু করেছে সরকার।

দাম বাড়ালে বিএনপি কোনো কর্মসূচি দেবে কিনা এমন প্রশ্নের জবাব দেননি আলাল।  তিনি বলেন, আমরা বহুবার বলে আসছি- এখন দাম বাড়ানো অযৌক্তিক।  কিন্তু অর্থমন্ত্রী ধমকের সুরে কথা বলেছেন।  এরপরও সরকার যদি গ্যাসের দাম বাড়ায় জনগণ তা মানবে না।

বঙ্গবন্ধু হত্যায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সম্পৃক্ততার অভিযোগ এনে আওয়ামী লীগ নেতাদের বক্তব্য নিয়েও কথা বলেন আলাল।

আলাল বলেন, আওয়ামী লীগ মিথ্যাবাদীদের দল। শেখ মুজিবুর রহমান বাকশাল করে আওয়ামী লীগকে বিলুপ্ত করে দিলেও জিয়াউর রহমান ক্ষমতায় এসে তাদের আবার রাজনীতির সুযোগ করে দিয়েছেন। জিয়াউর রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাতে হবে বলেই তার বিরুদ্ধে কটূক্তি করছেন আওয়ামী লীগের নেতারা।

বিএনপি নেতা বলেন, আওয়ামী লীগই সন্ত্রাস ও জঙ্গিবাদের জন্মদাতা।  তারা এদের লালনপালন করেন আর বিএনপি তাদের ধরে সাজা কার্যকর করে।

আলাল বলেন, বেগম খালেদা জিয়ার জাতীয় ঐক্যের ডাকের বদলে আওয়ামী লীগ জাতিকে বিভক্তি করে বেশি সময় ক্ষমতায় থাকার প্রচেষ্টায় লিপ্ত রয়েছে।

তিনি বলেন, হজযাত্রী পরিবহনে সরকার ব্যর্থ হয়েছে। ১৫টি হজ ফ্লাইট এরই মধ্যে বাতিল হয়ে যাওয়ায় ৭ হাজার হজযাত্রীর হজে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব হারুণ অর রশিদ, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধূরী এ্যানী, আইন বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া, প্রমুখ।
২০আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে