শুক্রবার, ০২ অক্টোবর, ২০১৫, ০৪:৪৮:১৭

ভারতেও গুলশান ধরণে হামলার আশংকা

ভারতেও গুলশান ধরণে হামলার আশংকা

নিউজ ডেস্ক : ঢাকার নিরাপত্তা বেষ্টনীতে থাকা গুলশানের মতো এলাকায় বিদেশী নাগরিক হত্যার ধারাবাহিকতায় ভারতেও ‘আইএস সমর্থকদের’ মাধ্যমে একই ধরণের ঘটনার আশংকা করছে দেশটির গোয়েন্দা সংস্থাগুলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতেও আইএসের অনেক সমর্থক গড়ে উঠেছে বলে ভারতীয় গোয়েন্দাদের ধারণা।

গোয়েন্দাদের বরাতে দেশটির একাধিক শীর্ষ গণমাধ্যমে ঢাকার গুলশান ধরণের ঘটনার আশংকার কথা জানিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে।

সংবাদ মাধ্যমগুলোকে গোয়েন্দারা তাদের বলেছেন, ভারতেও বাংলাদেশের মতো সরাসরি আইএসের অস্তিত্ব নেই; কিন্তু কয়েক বছরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক তরুণ আইেএসের ‘আদর্শে’ অনুপ্রাণিত হয়ে নিজেদেরকে ‘জিহাদি’ চেতনায় গড়ে তুলছে।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গোয়েন্দা তথ্যে সম্ভাব্য হামলার ঘটনা আগেই ঠেকিয়ে দিতে আইন-শৃঙ্খলা বাহিনীগুলোকে সতর্ক করা হয়েছে। একইসঙ্গে অনলাইনভিত্তিক গ্রুপগুলোর কার্যক্রম অনুসরণ করা হচ্ছে। কারণ তাদের আশংকা, সরাসরি আইএস ভারতে সক্রিয় না থাকলেও অনলাইনেই তাদের সমর্থক গোষ্ঠি গড়ে উঠেছে।

বাংলাদেশের গোয়েন্দারাও মনে করেন, এখানে সরাসরি আইএসের কোনো অস্তিত্ব নেই। তবে অনলাইনে তাদের সমর্থক আছে। যুক্তরাজ্যপ্রবাসী যে বাংলাদেশীরা আইএসের পক্ষে যুদ্ধ করতে ইরাক এবং সিরিয়ায় গেছে তাদের সঙ্গে বাংলাদেশে আইএসপন্থী বা আইএস সমর্থকদের যোগাযোগ থাকতে পারে।

সিরিয়ায় যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের যৌথ ড্রোন হামলায় আইএসের পক্ষে যুদ্ধে থাকা যে তিন ব্রিটিশ নাগরিক নিহত হয়েছে তাদের দুইজন বাংলাদেশী বংশোদ্ভূত। ব্লগার হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগেও বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক তৌহিদুর রহমান নামে একজন অাটক হয়।

বাংলাদেশী নিরাপত্তা বিশ্লেষকদের বরাতে প্রভাবশালী ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান জানিয়েছে, আইএসের পক্ষে যুদ্ধে যোগ দেওয়া বাংলাদশী বংশোদ্ভূত জঙ্গির সংখ্যা ৩০। যুক্তরাজ্য ছাড়াও জার্মানি এবং যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে এসে আইএসের পক্ষে জিহাদে অনুপ্রেরণা যোগানোর উদাহরণ আছে।

তবে বাংলাদেশের মতো ভারতেও মূলতঃ সামাজিক যোগাযোগ মাধ্যমে আইএসের পক্ষে প্রচারণা এবং উদ্ধুকরণ চলছে বলে ভারতীয় গোয়েন্দারা মনে করছেন। আইএসের নামে ইতালীয় নাগরিক সিজার টাভেলা হত্যার দায় স্বীকারের বার্তা পাঠানো হলেও ভারতীয় গোয়েন্দাদের ধারণা, আইএস সমর্থকরা এই কাজ করেছে।

ভারতের বিভিন্ন রাজ্য এবং বিশেষ করে বড় শহরগুলোতে একইভাবে আইএস সমর্থক গড়ে উঠছে বলে ভারতীয় গোয়েন্দারা তাদের অনলাইন মনিটরিংয়ে যে তথ্য পেয়েছে তার ভিত্তিতেই বাংলাদেশে বিদেশী নাগরিক হত্যার ধারাবাহিকতায় ভারতেও জঙ্গি হামলা ঘটতে পারে বলে গোয়েন্দা সংস্থাগুলো আশংকা করছে।

এমন আশংকার খবর প্রকাশের পাশাপাশি ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস জানিয়েছে, ভারত থেকে কমপক্ষে ১০ জন আইএসের পক্ষে যুদ্ধে গেছে বলে ধারণা করা হয়। এর বাইরে আরো ৩০ জন বিভিন্ন পথে সিরিয়া যাওয়ার চেষ্টার সময় ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে আটক হয়েছে।-চ্যানেল আই
২ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে